ঢাকা (সকাল ৯:১৭) মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


শিবচরে দূর্ধষ চুরি

মীর এম ইমরান,মাদারীপুর মীর এম ইমরান,মাদারীপুর Clock বৃহস্পতিবার সন্ধ্যা ০৭:৪৬, ৫ আগস্ট, ২০২১

মাদারীপুরের শিবচর দত্তপাড়া চরবাচামারা গ্রামে বুধবার দিবাগত রাতে রেজাউল জমাদ্দার ও তার ছোট ভাই লিটন জমাদ্দারের বাড়িতে দূর্ধষ চুরির ঘটনা ঘটেছে। চোরচক্র ঘরে থাকা ১০ ভরি স্বর্ণ, টিভি, মোবাইল সেট ও নগদ ৩ লক্ষ টাকাসহ প্রয়োজনীয় জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। সকালে শিবচর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ভুক্তভোগীরা জানান, গতকাল বুধবার সকালে রেজাউল জমাদ্দারের স্ত্রী ও তার পরিবারের লোকজন শিবচর পৌরসভায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যায়।

বৃহস্পতিবার ভোরে রেজাউল জমাদ্দারের মেঝ ভাইয়ের স্ত্রী ঘুম থেকে উঠে বাড়ির উঠোনে এসে দেখতে পান রেজাউল জমাদ্দারের ঘরে দরজা ভাঙ্গচুর করা। একই সময় আরো দুটি ঘরেও ভাঙ্গচুর করা দেখে তার বড় ভাবিকে ফোন দিয়ে জানান।

পর‌ে পরিবারের ল‌োক বাড়িতে এসে দরজাসহ ঘরের ভিতরে থাকা আলমারি, সোকেস ও আসবাবপত্র ভাঙ্গা দে‌খেত‌ে পায় আলমারিতে থাকা ১০ভরি স্বর্ণ ও নগদ টাকা, ব্যাংকের চেক, তিনটি ব্যাংকের ডিপিএস এর চেকবই চুরি করে নিয়ে গেছে চোরচক্র।

পরে পরিবারের লোকজন শিবচর থানায় জানালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

ভুক্তভোগী পরিবারের বড় ভাবি সেতারা বেগম জানান, বাড়ির সকলে গতকাল শিবচর আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসে। বাড়ির লোকজন না থাকায় চোরচক্র রাতের আধারে এসে আমাদের বাড়ি ৩টি ঘরে চুরি স্বর্ণ,টাকা, টিভিসহ মূলবান্য জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে।

মো: আনিসুর রহমান , সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) বলেন আমরা ঘটনাস্থান পরিদশন করে‌ছি,ঐ জমাদ্দার বা‌ড়রের কেউ চু‌রির ঘটনা নিয়ে কোন মামলা করলে‌ আমরা আইনগত ব‌্যবস্থা নেব।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT