ঢাকা (রাত ১১:১১) বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

শিবচরে চোরাই ডিজেল ও মবিলসহ ১ জন আটক

মীর ইমরান,মাদারীপুর মীর ইমরান,মাদারীপুর Clock বুধবার বিকেল ০৪:৩০, ৩০ মার্চ, ২০২২

মাদারীপুরে শিবচর উপজেলা পুরাতন কাওড়াকান্দি ফেরিঘাট এলাকা থেকে চোরাই ২০ ব্যারেল প্রায় ৩৪৫০ লিটার ডিজেল ও ২ ব্যারেল মবিলসহ মোঃ জালাল মোড়ল নামে একজনকে আটক করেছে শিবচর থানা পুলিশ।

আটক মোঃ জালাল মোড়ল মাদবরচর ইউনিয়নের উত্তর বাখরের কান্দী গ্রামের আব্দুল হালিম মোড়লের ছেলে।

বুধবার (৩০ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে রাত দেড়টার সময় শিবচর থানার ওসি মোঃ মিরাজ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি চৌকসদল শিবচরের কাওড়াকান্দি পুরান ফেরিঘাট এলাকায় অভিযান চলিয়ে চোরাই ডিজেল ও মবিল ক্রয়-বিক্রয় করার সময় তাকে আটক করে।

ঘটনা সূত্রে জানা যায়, পদ্মা বহুমুখি সেতু প্রকল্পের নদী শাসন কাজের জন্য পদ্মা নদীতে চায়নাদের অসংখ্য ড্রেজার, বাল্কহেটসহ বিভিন্ন নৌযান চলাচল করছে। সে সকল নৌযান থেকে দীর্ঘদিন ধরে জালাল শেখ চোরাই ডিজেল ও মবিল ক্রয় করে বেশি মূল্যে বাজারে বিক্রি করে আসছে।

শিবচর থানার ওসি মোঃ মিরাজ হোসেন বলেন, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাদবরচর ইউনিয়নের পুরান ফেরিঘাট এলাকায় অভিযান করে ২০ ব্যারেল ডিজেল ও ২ ব্যালের মবিলসহ জালাল শেখ নামের একজনকে আটক করা হয়েছে। আটকৃতের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT