শিবচরে ইটবোঝাই ট্রলির চাপায় চার বছরের শিশুর মৃত্যু
মীর এম ইমরান,মাদারীপুর বুধবার রাত ০১:৪৪, ৩০ জুন, ২০২১
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়,মঙ্গলবার সকালে সানজিদা আক্তার আয়শা প্রতিবেশী কামাল মুন্সীর বাড়ির পাশে দাঁড়িয়ে ছিলো বাবার সাথে। একই সময় পাচ্চর থেকে ইটবোঝাই একটি ট্রলি মাদবরচরে হানিফ হোসেনের বাড়ির উদ্দেশ্যে যাওয়ার সময় নিয়ন্ত্রন হারিয়ে, দাঁড়িয়ে থাকা শিশু সানজিদা আক্তার আয়শার উপর উঠিয়ে দেয়। ট্রলির নিচে চাপা পরে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। এ সময় ট্রলির ড্রাইভার মনির মিয়া পালিয়ে যায়।
শিবচর থানা অফিসার ইনচার্জ মো: মিরাজ হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট করে। ট্রলিটি জব্দ করা হয়েছে তবে তাৎক্ষনিক ট্রলির ড্রাইভার পালিয়ে গেছে, এ ঘটনায় একটি এক্সিডেন্ট মামলা প্রক্রিয়াধীন রয়েছে।