ঢাকা (রাত ১২:৪২) শুক্রবার, ২০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


শিবচরের কাঠালবাড়ীতে অসাবধানতায় ইজিবাইকের চাপায় চার বছরের শিশুর মৃত্যু

মীর এম ইমরান মীর এম ইমরান Clock শনিবার রাত ০২:৫০, ১২ সেপ্টেম্বর, ২০২০

শিবচরের কাঠালবাড়ীতে ছোট্ট একটা ভুলে ইজিবাইক চাপায় প্রাণ গেল চার বছরের শিশু সায়েমের। শুক্রবার বেলা ১১টার সময় কাঠালবাড়ী ঘাট থেকে আসা একটি ইজিবাইকের চাপায় মৃত্যু হয় শিশুটির।

পরিবারের লোকজন জানান, মায়ের হাত ধরে কাঠালবাড়ী সড়কের রাস্তার পাশ দিয়ে হাঁটছিল চার বছরের সায়েম মিয়া। কিছুক্ষণ পর মায়ের হাত ছাড়িয়ে কিছুটা এগিয়ে যেতেই ইজিবাইকের ধাক্কায় প্রাণ হারায় শিশুটি। সায়েম মিয়া কাঁঠালবাড়ী ইউনিয়নের আমিনউদ্দিন হাজীর কান্দি গ্রামের সালাম ফকিরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মায়ের হাত ধরে সায়েম রাস্তার পাশ দিয়ে হাঁটছিল। কাঁঠালবাড়ী উচ্চ বিদ্যালয়ের কাছাকাছি এসে হঠাৎ করেই মায়ের হাত ছেড়ে সামনে এগিয়ে যায় সায়েম। এসময় কাঁঠালবাড়ী ঘাট থেকে ছেড়ে আসা ব্যাটারি চালিত একটি ইজিবাইক শিশুটিকে চাপা দিলে ঘটলাস্থলেই তার মৃত্যু হয়। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT