ঢাকা (সকাল ১০:৫৯) শনিবার, ১৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম
Meghna News জাতীয় সংসদে কোনো সংরক্ষিত নারী আসন থাকবে না! Meghna News বিস্ফোরক আইনে প্রধান শিক্ষক শফিক গ্রেফতার Meghna News নাগরপুরে বিডি ক্লিনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান Meghna News চাঁপাইনবাবগঞ্জে আবারো মারা গেছে মাদ্রাসা ছাত্র Meghna News নেপালে আন্তর্জাতিক অ্যাওয়ার্ডে মনোনীত হলেন নড়াইলের কৃতি সন্তান সোহাগ Meghna News নড়াইল জেলা ব্লাড ব্যাংকের স্বেচ্ছাসেবী মিলনমেলা অনুষ্ঠিত Meghna News বিএনপির সাবেক এমপির’র বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন Meghna News বিআরডিবি’র নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন মহিউদ্দিন তালুকদার Meghna News চাঁপাইনবাবগঞ্জে শাশুড়ী হত্যায় অভিযুক্ত টুটুল পলাতক Meghna News গৌরীপুরে কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৬তম জন্মোৎসব পালিত

শিবগঞ্জে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সদস্যের শপথ গ্রহণ অনুষ্ঠিত

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock সোমবার রাত ১১:০৬, ৩ জানুয়ারী, ২০২২

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৩ জানুয়ারী) বিকেল ৫টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে শপথবাক্য পাঠ অনুষ্ঠিত হয়। শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ। এর আগে বিকেল ৩টায় নবনির্বাচিত ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

শপথ গ্রহণ শেষে জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের উদ্দেশ্য বলেন, আপনারা মনে করবেন সবাই আপনাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। চেয়ারম্যান হওয়ার পর ভোটের আগের বিরোধীদের দেখে নেয়ার মানসিকতা দেখা যায়। এমন কাজ কখনও করবেন না। ভোটের আগে যেসব প্রতিশ্রুতি দিয়েছেন তা পালন করার চেষ্টা করবেন।

জেলা প্রশাসক আরও বলেন, আপনারা যেহেতু হাত পেতে ভোট ভিক্ষা করেছেন, সেটি সবসময় মনে রাখবেন। আপনি সকল শ্রেণীপেশার মানুষ, প্রশাসন, পুলিশ তথা রাষ্টের কাছে ঋণী। কারন আপনি জনপ্রতিনিধি। মনে রাখবেন, আপনি জনগণ বা রাষ্ট্রের কর্মচারী। আজকে যা শপথ নিয়েছেন তা কখনও ভুলে যাবেন না। সকলের সাথে ভালো ব্যবহার করবেন, কোন অনৈতিক কাজের সাথে জড়িত হবেন না।

শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসনের সংসদ সদস্য ডা. শামিল উদ্দিন আহমেদ শিমুল, জেলা নির্বাচন কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমান, স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) আহমেদ মামবুব-উল-ইসলাম, শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলামসহ নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সদস্যবৃন্দ।

শপথ গ্রহণ করেন, শাহাবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজামুল হক রানা, দাইপুখুরিয়ার আলোমগীর রেজা, চককীর্তির আনোয়ার হাসান আনু মিঞা, ঘোড়াপাখিয়ার মামুন অর রশিদ, ছত্রাজিতপুরের গোলাম রব্বানী ছবি, উজিরপুরের দুরুল হোদা, মনাকষার মির্জা শাহাদাৎ হোসেন খুররম, নয়ালাভাঙার মোস্তাকুল ইসলাম পিন্টু, বিনোদপুরের রুহুল আমিন, মোবারকপুরের মাহমুদ মিঞা, পাঁকার আবদুল মালেক, শ্যামপুরের রবিউল ইসলাম ও ধাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল লতিফ।

উল্লেখ্য, গত ২৮ নভেম্বর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT