ঢাকা (রাত ১১:২৩) সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


শিক্ষার আলো ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ

মোঃ ইবাদুর রহমান জাকির মোঃ ইবাদুর রহমান জাকির Clock শনিবার রাত ১১:৫৪, ৮ অক্টোবর, ২০২২

সামাজিক অনুপ্রেরণা বান্ধব  চ্যারিটি প্রতিষ্ঠান শিক্ষার আলো ফাউন্ডেশন এর উদ্যোগে কোমলমতি শিক্ষার্থীদের  অনুপ্রেরণা ও সৃজনশীলকাজে উদ্ধুদ্ধকরণ এবং একটি দিন তাদের জন্য আনন্দময় করে রাখতে বাংলাদেশের সীমান্তের শেষ রেখা বোবারথলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যতিক্রমি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের উদ্যোক্তা সংগঠন অন্ধকারে আলো শ্লোগাণ নিয়ে কাজ করা শিক্ষার আলো ফাউন্ডেশন।
৮ অক্টোবর  দুপুর  ১২ টায় ফাউন্ডেশন এর মৌলিক ও সৃজনশীল প্রকল্প  ‘শিক্ষার আলো ফাউন্ডেশন’-এর উদ্যোগে বোবারথল এলাকার ৩টি প্রতিষ্ঠানের দরিদ্র ও মেধাবী অর্ধশত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বন্টন করা হয়।
শিক্ষাবান্ধব অনুষ্ঠানে “শিক্ষার আলো ফাউন্ডেশনের সদস্য মোঃ শরীফ উদ্দিনের সঞ্চালনায় বোবারথল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস শুক্কুর খান  সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যাংকার ও সাবেক ফুটবলার মোঃ আব্দুল কুদ্দুস, বিশেষ অতিথি ছিলেন  যুক্তরাষ্ট্র প্রবাসী মোঃ কামাল চৌঃ, ক্রীড়া সংগঠক সাইফুল ইসলাম জিবু সমাজ সেবক আবুল হোসেন,শিক্ষার আলো ফাউন্ডেশনের সদস্য শরিফ উদ্দিন, নিজাম উদ্দিন, আব্দুল হালিম,  কামরান খান, ইকবাল হোসেন মাহতাব,সমাজ সেবক মল্লিক হোসেন,আহমেদ নোমান।
প্রধান অতিথি ব্যাংকার আব্দুল কুদ্দুস বলেন, একজন শিক্ষার্থীর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে- প্রাতিষ্ঠানিক শিক্ষার সাথে নিজের  আত্নবিশ্বাস তৈরী করা। অর্থাৎ যেখানে যে অবস্থায় থাকি না কেন নিজেকে সততা ও মানবিকতা চর্চার মাধ্যমে নিজের সর্ব্বোচ্চ মনোবল ও প্রত্যয় নিয়ে লেগে থাকা। তিনি আরো বলেন শিক্ষার্থীদের শিক্ষাগুরুদের আদেশ- নিষেধ ও উপদেশ যেমন মেনে চলতে হবে তেমনি, সমাজের ভালোকাজে নিজেকে সম্পৃক্ত করার মন-মানষিকতা লালন ও চর্চা করতে হবে। এসময় তিনি একজন শিক্ষার্থী  কীভাবে মৌলিক ও সৃজনশীলকাজে সম্পৃক্ত হতে পারেন এবং মানবিককাজ  সমাজে  ইতিবাচক ভূমিকা রাখে- সে সম্পর্কে নানা উদাহরণ তুলে  বক্তব্য রাখেন।
বিশেষ অতিথি যুক্তরাষ্ট্র প্রবাসী মোঃ কামাল চৌঃ বলেন শিক্ষার্থীদের সৃজনশীল চর্চার প্রসংশা করে বলেন, সমাজকে আলোকিত করতে হলে শিশুদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি তাদের মানবিক ও সেবামূলক কাজে   অনুপ্রাণিত করা জরুরি।
পৃথিবীর কোন কাজ যেমন ছোট নয়, তেমনি সকল মহান,মহীয়সী, বিশিষ্ট বা জনপ্রিয় মানুষ ছোট থেকে তাদের শ্রম-সাধনা করে বড় হয়েছেন। শিক্ষার্থীদের এই আত্নবিশ্বাস রেখে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সৃজনশীলকাজে মনোনিবেশ করতে হবে। প্রত্যন্ত অঞ্চল বোবারথলে আমরা শুরু করেছি সর্বপ্রথম শিক্ষাবান্ধব কাজ দিয়ে তাই সকলে পড়া-লেখা করে জীবনে অনেক বড় হতে হবে।



শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT