বৃহস্পতিবার , ১লা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

মোট আক্রান্ত

২০,৩৮,৭৩২

সুস্থ

২০,০৬,০২৪

মৃত্যু

২৯,৪৪৬

২৫ মে, ২০২৩ | ন্যাশনাল কল সেন্টার ৩৩৩ | স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩ | আইইডিসিআর ১০৬৫৫ | বিশেষজ্ঞ হেলথ লাইন ০৯৬১১৬৭৭৭৭৭ | সূত্র - আইইডিসিআর

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত এখনো হয়নি:-শিক্ষামন্ত্রী

<script>” title=”<script>


<script>

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, ‘এখন পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। যতটা সম্ভব স্বাস্থ্যবিধি মেনে স্বাভাবিক জীবন বজায় রেখে করোনার প্রকোপ মোকাবিলা করতে হবে। এটিই আমাদের সিদ্ধান্ত। তবে যদি প্রয়োজন দেখা দেয়, তাহলে নিশ্চয়ই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে।’

আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে সাভারের লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে (বিপিএটিসি) সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী দীপু মনি এসব কথা বলেন।

বিপিএটিসি আয়োজিত দুই মাস মেয়াদি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তাদের প্রথম বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী। অনুষ্ঠানে বিপিএটিসির রেক্টর রমেন্দ্র নাথ বিশ্বাস, কোর্স উপদেষ্টা মো. মহসীন আলী, প্রশিক্ষণার্থী–কর্মকর্তাসহ বিপিএটিসির অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন শিক্ষামন্ত্রী।

দীপু মনি বলেন, সরকারি-বেসরকারিসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের পরিচয়পত্র নিয়ে গেলেই টিকা নিতে পারবে। এখানে কাউকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই।

১২ বছরের কম বয়সীদের টিকা দেওয়ার বিষয়ে কোনো পরিকল্পনা আছে কি না—এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, এখন পর্যন্ত নেই। বিষয়টি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) কী নির্দেশনা দেয়, তার ওপর নির্ভর করছে।

শিক্ষার্থীদের চলমান ক্লাস–পরীক্ষার বিষয়ে কোনো সিদ্ধান্ত আছে কি না—এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘এ বিষয়ে পরামর্শক কমিটির সঙ্গে যখন যৌথ সভা করেছি, সে সময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আমরা কথা বলেছি। তারা জানিয়েছে, নিয়মিত মনিটরিং করছে। স্বাস্থ্যবিধি খুব কঠোরভাবে তারা মানার চেষ্টা করছে। সে কারণেই শিক্ষাপ্রতিষ্ঠান খোলা আছে।’

বিশ্ববিদ্যালয় খোলা বা বন্ধ রাখার বিষয়ে দীপু মনি বলেন, এটা বিশ্ববিদ্যালয়ের নিজেদের সিদ্ধান্ত। শিক্ষার্থীদের টিকাদানে অব্যবস্থাপনার প্রশ্নে শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য আমরা যে ব্যবস্থা করেছি, সেভাবেই আপাতত চলবে। যদি ভিন্ন কোনোভাবে নেওয়ার প্রয়োজন মনে হয়, তাহলে সেটি তখন বিবেচনা করা হবে।’

নতুন বই বিতরণে অনিয়মের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, সব শিক্ষাপ্রতিষ্ঠানে চাহিদার ভিত্তিতে সরকারের বিনা মূল্যে দেওয়া বই সময়মতো পৌঁছে দেওয়া হয়। বই বিতরণে কোনো অনিয়মের সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

বন্ধুদের সাথে শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

ই-মেইলে সর্বশেষ সংবাদ

বিনামূল্যে সর্বশেষ সংবাদ সরাসরি আপনার ই-মেইলে পেতে আজই সাবস্ক্রাইব করুন!

তথ্যের গোপনীয়তা রক্ষায় আমরা সর্বোচ্চ সতর্ক।
আমাদের গোপনীয়তার নীতি




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর




করোনা তথ্য
দেশে আক্রান্ত
২০,৩৮,৭৩২
২৫ মে, ২০২৩
করোনা তথ্য
দেশে সুস্থ
২০,০৬,০২৪
মে ২৫, ২০২৩
করোনা তথ্য
দেশে মৃত্যু
২৯,৪৪৬
মে ২৫, ২০২৩
করোনা তথ্য
বিশ্বে মৃত্যু
৬৮,৮২,০৩৫
মে ২৫, ২০২৩
করোনা তথ্য
বিশ্বে আক্রান্ত
৬৮,৯১,৯৯,২০৫
মে ২৫, ২০২৩
©মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত