ঢাকা (রাত ৮:৩৭) রবিবার, ২৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়টি পুনর্বিবেচনা করবে সরকার: শিক্ষামন্ত্রী

ডেক্স রিপোর্ট ডেক্স রিপোর্ট Clock শনিবার বিকেল ০৪:৪৭, ১৩ মার্চ, ২০২১

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব্যাপারে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি যদি অব্যাহত থাকে তাহলে পর্যবেক্ষণের ভিত্তিতে এবং জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে আলোচনা সাপেক্ষে সরকার সিদ্ধান্ত গ্রহণ করবে। সরকার পুনর্বিবেচনা করবে যে, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার তারিখ ৩০ মার্চ থাকবে নাকি পরিবর্তন হবে। যদি পরিবর্তন হয় অবশ্যই জানিয়ে দেব।

শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী দীপু মনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ‘এখন পর্যন্ত যে সময় দেওয়া আছে তাতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ৩০ মার্চ খুলবার কথা। আর বিশ্ববিদ্যালয়ে পর্যায়ে খুলবার কথা ২৪ মে থেকে এবং বিশ্ববিদ্যালয়ের হলগুলো খুলবার কথা ১৭ মে থেকে। আমরা বরাবরের মতো গত একবছর যেমন করেছি- এখনো প্রতিদিনই পর্যবেক্ষণ করছি। আমাদের শিক্ষার্থীদের, শিক্ষকদের, কর্মচারীদের এবং সকল অভিভাবকদের স্বাস্থ্য ঝুঁকি এবং সার্বিক নিরাপত্তার বিষয়টি আমরা সবচেয়ে বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেব। কাজেই আমরা পর্যবেক্ষণ করছি।’

শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীও বলেছিলেন এই মার্চ মাসেই গতবছর সংক্রমণ হয়েছিল এবং এরপরে বেড়েছিল। কাজেই যদি আমরা দেখি এখনো একটু মনে হচ্ছে ঊর্ধ্বগতি, টিকা এসে যাওয়াতে হয়তো আমাদের সবার মধ্যে কিছুটা শৈথিল্য ভাব দেখা গিয়েছিল। আশাকরি, এই যে আবার একটু বাড়ছে তাতে সবাই আবার সচেতন হবেন। সকলেই ভালোভাবে, পাকাপোক্তভাবে স্বাস্থ্যবিধি মানবেন এবং এটি বাড়বে না।’




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT