ঢাকা (রাত ৮:৫৭) রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


রিফাত হত্যা মামলায় দুই আসামি গ্রেফতার

গ্রেফতার

হোসাইন মোহাম্মদ দিদার হোসাইন মোহাম্মদ দিদার Clock বৃহস্পতিবার সন্ধ্যা ০৭:৩২, ১০ অক্টোবর, ২০২৪

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নিহত শিক্ষার্থী রিফাত হত্যা মামলায় আওয়ামী লীগ এর এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মোখলেছুর রহমান উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। বুধবার (৯ অক্টোবর) রাতে তাকে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার দাউদকান্দি মডেল থানার ওসি জুনায়েত চৌধুরী গ্রেপ্তারের তথ্য জানান।

জানা যায়, ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শহীদনগরে আন্দোলনকারী ও আওয়ামী লীগ নেতাদের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় রিফাত বুকে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয় । পরে কুমিল্লা এবং ঢাকায় নিয়ে গিয়ে চিকিৎসা করাতে না পেরে বাড়িতে নিয়ে আসলে রাতে মারা যায় রিফাত। এঘটনায় দাউদকান্দি মডেল থানায় এবং কুমিল্লার আদালতে পৃথক দু’টি হত্যা মামলা করা হয়।

দাউদকান্দি মডেল থানার ওসি জুনায়েত চৌধুরী বলেন,” রিফাত হত্যার আসামি মোখলেসুর রহমানকে বুধবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে আবদুল্লাহ নামে আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে।”




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT