রাজারহাটে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ধানের চারা বিতরণ
রমেশ চন্দ্র সরকার, রাজারহাট (কুড়িগ্রাম) বৃহস্পতিবার রাত ১১:০১, ২৭ আগস্ট, ২০২০
কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় ৬৬ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে কমিউনিটি বীজতলায় উৎপাদিত নাবী জাতের রোপা আমনের চারা বিতরণ করা হয়।
আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) উপজেলার নাজিম খাঁন ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্থ ও ক্ষুদ্র কৃষকের মাঝে সরকারি সহায়তায় এ আমন ধানের চারা বিতরণ করা হয়। কৃষি পূর্নবাসন কর্মসূচির আওতায় উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে এ চারা বিতরণ করা হয়। চারা বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিম।
এ সময় উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশিকুল ইসলাম মন্ডল (সাবু), উপজেলা কৃষি কর্মকর্তা মো: কামরুজ্জামান, কৃষি সম্প্রসারণ অফিসার ফয়সাল আরাফাত, নাজিমখাঁন ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক পাটোয়ারী নয়া,সহকারী কৃষি কর্মকর্তা মুসা মিয়া,তপন কুমার রায় প্রমুখ।