ঢাকা (সকাল ১০:৩৩) বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


রাজধানীর গ্রীন রোডে বহুভবন থেকে ইট পড়ে ব্যবসায়ীর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock বৃহস্পতিবার রাত ০১:৪৯, ২১ এপ্রিল, ২০২২

রাজধানীর গ্রিন রোডে একটি ভবনের ষষ্ঠতলার কার্নিশ থেকে ইট ধসে মাথায় পড়ে এক ব্যবসায়ী নিহত এবং একজন রেস্তোরাঁকর্মী আহত হয়েছেন।

গতকাল বুধবার সন্ধ্যার পর গ্রিন রোডের খাজা রেস্তোরাঁ ভবন থেকে ইট পড়ে হতাহতের এই ঘটনা ঘটে। নিহত শফিউল্লাহ ওরফে শফিক (৪০) পরিবার নিয়ে গ্রিন রোডের একটি বাসায় থাকতেন। বাসার পাশেই তার কম্পিউটারে কম্পোজ ও ফটোকপির দোকান রয়েছে। তার গ্রামের বাড়ি নোয়াখালীর সেনবাগে।

শফিউল্লাহর কর্মচারী মাহবুব আলম বলেন, ইফতার শেষে শফিউল্লাহ স্থানীয় মসজিদ থেকে নামাজ পড়ে দোকানে ফেরার সময় খাজা রেস্তোরাঁ ভবনের ষষ্ঠতলার কার্নিশ থেকে ইট ধসে তার মাথায় পড়ে। এ সময় রেস্তোরাঁর কর্মচারী এনামুল হকের (৫০) মাথায়ও ইট পড়ে। রক্তাক্ত অবস্থায় দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

সেখান থেকে চিকিৎসা দেওয়ার পর শফিউল্লাহকে উন্নত চিকিৎসার জন্য অন্য একটি হাসপাতালে নেওয়া হয়। আর এনামুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, রাত সাড়ে ১০টার দিকে শফিউল্লাহকে আবার এই হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। তখন কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT