ঢাকা (দুপুর ১২:৩৪) রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রণক্ষেত্র সাইন্স ল্যাব এলাকা; ঢাকা কলেজ ও টিটিসি শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া

শিক্ষাঙ্গন ২২২৩ বার পঠিত

মেঘনা নিউজ ডেস্ক মেঘনা নিউজ ডেস্ক Clock বৃহস্পতিবার রাত ০৩:২৯, ৩১ মার্চ, ২০২২

ঢাকা কলেজের শিক্ষার্থীকে মারধরকে কেন্দ্র করে ঢাকা কলেজ ও টিচার্স ট্রেনিং কলেজের (টিটিসি) শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। ফলে, ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং আশেপাশের মানুষ ও পথচারীদের মধ্যেও আতঙ্ক দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, ঢাকা কলেজের শিক্ষার্থীরা রড, লাঠি, চাপাতি নিয়ে টিচার্স ট্রেনিং কলেজ ঘিরে ফেলেছে। অন্যদিকে টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাসের ভিতরে ককটেল বিস্ফোরণ করছে।

অফিস ফেরত যাত্রীদের অভিযোগ, হঠাৎ করে যান চলাচল বন্ধ হওয়ায় তারা ভোগান্তিতে পড়েছেন।

নিউমার্কেট থানার পরিদর্শক গিয়াসউদ্দিন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা কাজ করছি। পুলিশের পুরো ফোর্স এখনো ঘটনাস্থলে পৌঁছায়নি। পৌঁছালে আশা করি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাবে। আমরা সাধ্যমতো চেষ্টা করছি, কিন্তু শিক্ষার্থীরা আমাদের কথা শুনছে না।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষার্থীরা বাইক রাইডারদের হেলমেট কেড়ে নিচ্ছেন এবং সেই হেলমেট মাথায় দিয়ে মহড়া দিচ্ছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা কলেজের এক শিক্ষার্থী জানান, ঢাকা কলেজের নর্থ হলের ৩ শিক্ষার্থীকে মারধর করেছে টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষার্থীরা।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT