ঢাকা (দুপুর ২:১০) শনিবার, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


যশোরে পৃথক দুই মাদক মামলায় চারজনের সাজা

মোরশেদ আলম,যশোর মোরশেদ আলম,যশোর Clock বৃহস্পতিবার রাত ০৩:০০, ২২ অক্টোবর, ২০২০

যশোরে পৃথক দুই মাদক মামলায় চার আসামির পৃথক মেয়াদে সাজা প্রদান করেছে আদালত। বুধবার স্পেশাল ট্রাইবুন্যাল ৫ এর বিচারক আসিফ ইকবাল এ সাজা প্রদান করেন।

২৮ বোতল ফেনসিডিল সহ আটক হওয়া শার্শা উপজেলার কাশিপুর গ্রামের মোস্তফার ছেলে নাসির উদ্দিনকে(পলাতক) চার বছরের সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন আদালত।নাসির ২০১০ সালের ২৮ অক্টোবর পুলিশ তার বাড়ি তল্লাশি করে খাটের নিচে থেকে আঠাশ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ ঘটনায় শার্শা থানার এ এস আই আজিজুল হক বাদী হয়ে মামলা করেন।

এছাড়া একই আদালত পৃথক আরেকটি মাদক মামলায় তিন আসামির দুইবছর করে সশ্রম কারাদন্ড ও তিন হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের বিনাশ্রক কারাদন্ডের আদেশ দেন। আসামিরা হলেন, বেনাপোল কাগজপুকুর দক্ষিনপাড়ার হানেফ মোল্লার ছেলে বাবু, দিঘীরপাড় এলাকার বদর উদ্দিনের ছেলে বুলবুল ও ফরিদপুর জেলার সদর উপজেলার চৌধুরী কান্দা গ্রামের ওয়াদুদ মিয়ার ছেলে নিয়ামুল মিয়া(পলাতক)।

এরআগে ২০০৯ সালের ৮ জানুয়ারী যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের দেয়াড়া গ্রামের মেইন রাস্তারউপর থেকে ওই তিনজন আটক হয়।এসময় তাদের কাছথেকে ১৯ বোতল ফেনসিডিল উদ্ধার হয়।

এঘটনায় কোতোয়ালি থানার এসআই শাহ জালাল বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT