ঢাকা (সকাল ১০:৫২) বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সদ্য ঘোষিত কমিটি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock রবিবার রাত ১১:৩৩, ৩ অক্টোবর, ২০২১

ময়মনসিংহের উত্তর জেলা যুবদলের সদ্য ঘোষিত কমিটি প্রত্যাহার ও কমিটির সভাপতি শামছুল হক শামছুকে চুড়ান্ত বহিস্কারের দাবিতে শনিবার (২ অক্টোবর) বিকেলে গৌরীপুর পৌর শহরে বিক্ষোভ মিছিল করেন উপজেলা ও পৌর যুবদলের নেতা-কর্মীরা। গৌরীপুর উপজেলা যুবদলের সভাপতি তাজুল ইসলাম খোকন ও পৌর যুবদলের আহবায়ক সুজিত কুমার দাসের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিল শেষে শহরের উত্তর বাজার এলাকায় প্রতিবাদ সমাবেশে আওয়ামীলীগ ও জাতীয় পার্টির পক্ষে নির্বাচনে অংশগ্রহনকারী একাধিকবার দল থেকে সাময়িক বরখাস্তকৃত শামছুল হক শামছুকে চুড়ান্তভাবে বহিস্কার এবং টুঙ্গীপাড়ায় আওয়ামীলীগ নেতৃবৃন্দের সঙ্গে বঙ্গবন্ধুর মাজার জিয়ারতকারী তৌফিকুল ইসলামসহ আওয়ামীলীগের মিছিল মিটিংয়ে অংশগ্রহনকারী পদধারীদের যুবদলের কমিটির পদ থেকে প্রত্যাহারের দাবি জানানো হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সালাউদ্দিন বকুল, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান পলাশ, যুবদল নেতা এড. মোস্তফা মাহবুব আলম লিমন, শেখ বিপ্লব প্রমুখ।

প্রসঙ্গত, প্রায় দীর্ঘ ১৯ বছর পর ২৮ সেপ্টেম্বর যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকু ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের ২০১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি অনুমোদন করেন। নবগঠিত এ কমিটিতে ভিপি শামছুল হক শামছু সভাপতি ও রবিউল করিম বিপ্লব সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এ নতুন কমিটিতে সহ-সভাপতি ২৬ জন, যুগ্ম সম্পাদক ১৮ জন, সহ-সাধারন সম্পাদক ১৫ জন, সহ-সাংগঠনিক ১০ জন, বিভিন্ন পদে সম্পাদক ৫৭ জন ও সদস্য নির্বাচিত হয়েছেন ৭১ জন।

এদিকে বিতর্কিত নেতা-কর্মীদের দিয়ে যুবদলের কমিটি গঠন করায় গৌরীপুরে যুবদলের নেতা-কর্মীদের মাঝে ক্ষুব্দ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এ বিতর্কিত কমিটি প্রত্যাহারের দাবিতে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে শহরে পোস্টারিং করা হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT