মৌলভীবাজারে স্কলার্স ফাউন্ডেশনের জেলা ব্যাপি মেধা যাচাই পরীক্ষা ২০১৯ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি শনিবার ভোর ০৫:০৪, ২১ ডিসেম্বর, ২০১৯
মোঃ জাকির হোসেন, জেলা প্রতিনিধি, মৌলভীবাজারঃ
জ্ঞান চর্চা, মেধার উৎকর্ষতা ও আলোকিত জাতি গঠনের প্রত্যাশার প্রত্যয়ে প্রতিষ্ঠিত স্কলার্স ফাউন্ডেশন কর্তৃক জেলাব্যাপি মেধা যাচাই পরীক্ষা’১৯ অনুষ্ঠিত হয়েছে। আজ ২০ডিসম্বর রোজ (শুক্রবার) মৌলভীবাজার সরকারি কলেজে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে রেজিস্ট্রেশনকৃত প্রায় দুই হাজার ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে এই পরীক্ষা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। স্কলার্স ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও পরিক্ষা নিয়ন্ত্রক চৌধুরী মোহাম্মদ মেরাজের তত্বাবধানে সকাল ১০ ঘটিকা থেকে ১ঘটিকা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্র পরিদর্শন করেন স্কলার্স ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ্ব আজিজুর রহমান, মৌলভীবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মল্লিকা দে, মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.মোঃ ফজলুল আলী,বিশিষ্ট ব্যাংকার ও কলামিস্ট মোহাম্মদ আবু তাহের, উপদেষ্টা ডাঃদীনেশ সূত্রধর,জাতীয় পার্টির সভাপতি সৈয়দ সাহাব উদ্দিন, সিনিয়র সাংবাদিক বকসী ইকবাল আহমদ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান হাসান আহমদ জাবেদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আনছার আলী, জেলা যুবলীগের সহ সাধারণ সম্পাদক সৈয়দ সেলিম হক, সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম শেফুল,সৈয়দ তফজ্জুল হোসেন, কাশিনাথ আলাউদ্দিন উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ রোকশানা বেগম, এডভোকেট কামাল হোসেন চৌধুরী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ । প্রাথমিক বিদ্যালয়ের ৩য়-৫ম শ্রেণি শিক্ষার্থীদের ২ ঘন্টা ও ৬ষ্ঠ-১০ম শ্রেণি শিক্ষার্থীদের জন্য ২ঘন্টা ৩০ মিনিটের ১০০ নম্বারের লিখিত এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এসময় পর্যবেক্ষকরা স্কলার্স ফাউন্ডেশনের মেধা যাচাই পরীক্ষার ভুয়সী প্রশংসা করেন এবং সর্বাত্মক সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন। এসময় স্কলার্স ফাউন্ডেশনের নির্বাহী চেয়ারম্যান এডভোকেট কামাল হোসেন চৌধুরী, ভাইস চেয়ারম্যান মোঃ কামরুল হাসান,সাধারণ সম্পাদক তাকবীর হোসাইন, যুগ্ন সম্পাদক সোহেল আশরাফ, দপ্তর সম্পাদক আজিজুল হোসেন চৌধুরী, তথ্য ও প্রযুক্তি সম্পাদক তোফায়েল আহমদ, শিক্ষা সম্পাদক ইমরান এইচ রাতুল, প্রচার সম্পাদক আব্দুল কালাম, তুষার রহমান, হাবিব,মিছবাউর রহমান রনি, সৈয়দ ওয়েছ সহ সংগটনের প্রায় অর্ধশতাধিক সদস্য উপস্হিত ছিলেন। এ বিষয়ে জানতে চাইলে পরিক্ষা নিয়ন্ত্রক চৌধুরী মোহাম্মদ মেরাজ বলেন প্রবাসী অধ্যুষিত মৌলভীবাজার জেলা বিভিন্ন দিক দিয়ে এগিয়ে থাকলেও শিক্ষা ও প্রতিযোগিতার ক্ষেত্রে অনেক পিছিয়ে রয়েছে বলে মন্তব্য করেন। সেই দৃষ্টিকোণ থেকে স্কলার্স ফাউন্ডেশনের এই পথচলা ও আয়োজন বলে জানান। এই মহতি কাজে তিনি সমাজের সকল শ্রেণি পেশার মানুষের সহযোগিতাও চান। উল্লেখ্য যে, ‘স্কলার্স ফাউন্ডেশন’ প্রতি বছর এই পরীক্ষার আয়োজন করে থাকে। প্রতি বছরের ন্যায় এই বছরও এটির ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আগামী ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।