ঢাকা (রাত ৩:৩০) শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মুশফিক–মিরাজের শতরান পেরোনো জুটিতে লিড বাংলাদেশ

নাসির সরকার নাসির সরকার Clock শনিবার দুপুর ০৩:২৫, ২৪ আগস্ট, ২০২৪

প্রথম ইনিংসে লিড নিল বাংলাদেশ
দ্বিতীয় সেশনে (১৩৭তম ওভার) লিড নিল বাংলাদেশ। ১৩৭ ওভার শেষে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৪৫০ রান। পাকিস্তান ৬ উইকেটে ৪৪৮ রানে প্রথম ইনিংস ঘোষণা করে। অর্থাৎ, নিজেদের প্রথম ইনিংসে ২ রানের লিড নিয়েছে বাংলাদেশ।

আজ চতুর্থ দিনে মুশফিক–মিরাজের অবিচ্ছিন্ন ১১৮ রানের জুটিতে লিড নিতে পারল বাংলাদেশ। ১৩৯ রানে ব্যাট করছেন মুশফিক। অন্য প্রান্তে ৩৯ রানে অপরাজিত মিরাজ।

টেস্টে মুশফিকের ১১তম সেঞ্চুরি, মধ্যাহ্ন বিরতিতে দুই দল
যেভাবে পিচ আঁকড়ে ধরে ছিলেন, তাতেই মনে হচ্ছিল সেঞ্চুরি না করে ছাড়বেন না মুশফিকুর রহিম। সেঞ্চুরিটা তিনি পেয়ে গেলেন মধ্যাহ্ন বিরতির আগেই। আগা সালমানের বলটিকে ফাইন লেগে খেলে ২ রান নিতেই মুষ্টিবদ্ধ হাতে ব্যাট উঁচিয়ে ধরলেন মুশফিক, করলেন গর্জনও। টেস্ট ক্যারিয়ারে এটি তাঁর ১১তম সেঞ্চুরি আর পাকিস্তানের বিপক্ষে প্রথম। সব মিলিয়ে পাকিস্তানের মাটিতে তৃতীয় বাংলাদেশি হিসেবে টেস্টে তিন অঙ্ক স্পর্শ করলেন মুশফিক। অন্য দুজন হাবিবুল বাশার ও জাভেদ ওমর। এই সেঞ্চুরিতে মুশফিক ছাড়িয়ে গেলেন তামিম ইকবালকে (১০টি টেস্ট সেঞ্চুরি)।

মুশফিকের সেঞ্চুরির পরপরই মধ্যাহ্ন বিরতিতে গেছে দুই দল। চতুর্থ দিনের প্রথম সেশন শেষে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ১১৭ ওভারে ৬ উইকেটে ৩৮৯ রান। পাকিস্তানের প্রথম ইনিংস থেকে ৫৯ রানে পিছিয়ে বাংলাদেশ।

চতুর্থ দিনে আজ প্রথম সেশনে ২৫ ওভারে লিটনের উইকেট হারিয়ে ৭৩ রান তুলেছে বাংলাদেশ।

লিটনকে ফেরালেন নাসিম
কাল নাসিম শাহকে বড্ড ভুগিয়েছেন লিটন দাস। পাকিস্তানি পেসারের এক ওভারে ১৮ রান নিয়ে ফিফটি পূরণ করেছিলেন লিটন। সেই নাসিমই আজ লিটনকে ফেরালেন। এই আউটে ভাঙল মুশফিক–লিটনের ১১৪ রানের জুটি।

আজ চতুর্থ দিনের প্রথম ৮ ওভার করেছেন শাহিন আফ্রিদি ও মোহাম্মদ আলী। এ দুজনকে দারুণভাবে সামলেছেন মুশফিক–লিটন। তবে দিনের নবম ওভারে প্রথমবার বল হাতে তুলে নিয়েই পাকিস্তানকে ব্রেক থ্রু এনে দিলেন নাসিম। অফ স্টাম্পের বাইরে করা তাঁর শট লেংথের পঞ্চম বলটা কিছুটা লাফিয়ে উঠেছিল। সেই বলে লিটন কাট করতে গেলে ব্যাটের কিনারা লেগে বল জমা পড়ে উইকেটকিপার মোহাম্মদ রিজওয়ানের হাতে।

চতুর্থ দিনে স্বাগতম
রাওয়ালপিন্ডি টেস্টে চতুর্থ দিনে স্বাগতম। গতকাল ৯২ ওভারে ৫ উইকেটে ৩১৬ রানে তৃতীয় দিনের খেলা শেষ করেছিল বাংলাদেশ। ফিফটি তুলে নিয়ে ক্রিজে অপরাজিত ছিলেন লিটন দাস ও মুশফিকুর রহিম। পাকিস্তানের প্রথম ইনিংস থেকে ১৩২ রানে পিছিয়ে ছিল বাংলাদেশ।

আজ কতদূর যেতে পারবে বাংলাদেশ? জানতে হলে চোখ রাখুন রাওয়ালপিন্ডি টেস্ট।



শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর




© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT