ঢাকা (সকাল ৯:০৫) বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


মাদারীপু‌রে সড়ক দুর্ঘটনায় যাত্র‌ী নিহ‌তের ঘটনায় বা‌সে আগুন

মীর ইমরান-মাদারীপুর মীর ইমরান-মাদারীপুর Clock শুক্রবার সন্ধ্যা ০৬:২৫, ৩১ ডিসেম্বর, ২০২১

মাদারীপু‌রের খাগদী এলাকায় দিদার নামের যাত্র‌ীবা‌হি পরিবহন ও ই‌জিবাই‌কের সাথে সংর্ঘষে এক যাত্রী নিহতের ঘটনায় । বিক্ষুদ্ধরা জনতা দিদার পরিবহনে আগুন দিয়েছে।
মাদারীপুর শরীয়তপুর আঞ্চ‌লিক সড়কের খাগদী‌তে সকাল ৯টায় এঘটনা ঘ‌টে। ব‌রিশাল থে‌কে চট্টগ্রামে যা‌চ্ছিল বাস‌টি। আর মাদারীপুর শহ‌রে থে‌কে চরম‌ুগ‌রিয়ার দি‌কে যা‌চ্ছিল ই‌জিবাইক‌টি। ই‌জিবাআ‌কের চালকসহ আ‌রো তিন যাত্রী গুরুতর আহত হয়। তাদের মাদারীপুর সদর হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়েছে।
এ ঘটনায় এক ঘন্টা যান চলাচল বন্ধ থা‌কে। প‌রে ফায়ার সা‌র্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্র‌নে আ‌নে। নিহত যাত্রীর প‌রিচয় পাওয়া যায়‌নি।
‌বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম মিঞা।



শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT