ঢাকা (ভোর ৫:১৭) মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


মাদারীপুরে সড়ক দূর্ঘটনায় ১ ব্যবসায়ী নিহত; আহত ২

মীর ইমরান,মাদারীপুর মীর ইমরান,মাদারীপুর Clock শুক্রবার রাত ০৯:২৪, ২৮ জানুয়ারী, ২০২২

মাদারীপুরের কালকিনিতে সড়ক দূর্ঘটনায় মোঃ রাসেল বেপারী-(৪০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে। এতে আহত হয়েছে অজ্ঞাতনামা ২ জন যাত্রী।

এ ঘটনায় আহতদের উদ্ধার করে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়েছে। উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের ক্রোকিরচর গ্রামের মীরাবাড়ি নামকস্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহত রাসেল বেপারী ক্রোকিরচর গ্রামের লালচাঁন বেপারীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের ক্রোকিরচর গ্রামের লালচাঁন বেপারীর ব্যবসায়ী ছেলে রাসেল বেপারী তার ব্যাক্তিগত কাজে সাহেবরামপুর বাজারে যান। সেখান থেকে তিনি মোটরসাইকেল যোগে বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়িতে রওনা দিয়ে ক্রোকিরচর গ্রামের মীরাবাড়ি নামক স্থানে আসলে অপরদিক থেকে আসা একটি অটোভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে করে গুরুতর আহত হয় ব্যবসায়ী রাসেল। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রাতে বরিশাল সেবাচিম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তকে মৃত ঘোষনা করেন।

অজ্ঞাতনামা দুইজন আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি মোঃ ইশতিয়াক আসফাক রাসেল বলেন, সড়ক দূর্ঘটনায় একজন ব্যবসায়ী নিহত হয়েছে শুনেছি। তবে এ বিষয়ে থানায় কেউ কোন অভিযোগ করেনি।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT