ঢাকা (ভোর ৫:২৫) মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


মাদারীপুরে বিদেশী মদসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মীর ইমরান,মাদারীপুর মীর ইমরান,মাদারীপুর Clock বুধবার দুপুর ০১:৫৫, ৩০ মার্চ, ২০২২

এলিট ফোর্স র‌্যাব তার সৃষ্টির সূচনালগ্ন থেকেই সন্ত্রাস, চাঁদাবাদ, চোরাচালান ও মাদকেরর বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে নিরলস ভাবে কাজ করে আসছে। র‌্যাবের তথা আইন-শৃংখলা বাহিনীর নিয়মিত মাদক বিরোধী অভিযান দেশব্যাপী সমাদৃত।

র‌্যাব-৮, মাদারীপুরে গোয়েন্দা নজরদারীর মাধ্যমে একজন মাদক ব্যবসায়ী সম্পর্কে তথ্য পায় এবং তথ্য মতে ঘটনাস্থানে অভিযান চালায় মাদারীপুর র‌্যাব-৮ ।

র‌্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাদেকুল ইসলাম এর নেতৃত্বে ২৯ মার্চ মঙ্গলবার শরীয়তপুর জেলার পালং থানাধীন ০৩ নং ওয়ার্ড পশ্চিম কোটাপাড়া খোকন চন্দ্র দাশ এর বসত বাড়ীতে অভিযান পরিচালনা করে আসামী হৃদয় দাশ(১৮), পিতাঃ-খোকন চন্দ্র দাস থানা-পালং, জেলাঃ-শরীয়তপুরকে বিদেশী মদসহ হাতে নাতে আটক করে।

এসময় আটককৃত আসামীর নিকট হতে ০৭(সাত) বোতল বিদেশী মদ, মাদক ক্রয় বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১টি মোবাইল এবং ০২টি সীমকার্ড উদ্ধার করা হয় ।

আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, আটকৃত আসামী পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন যাবৎ শরীয়তপুর জেলার পালং থানাসহ বিভিন্ন এলাকায় বিদেশী মদসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে।

আটককৃত আসামীকে উদ্ধারকৃত বিদেশী মদ ও অন্যান্য আলামতসহ শরীয়তপুর জেলার পালং থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে শরীয়তপুর জেলার পালং থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

মাদারীপুর র‌্যাব-৮, সিপিসি-৩,কোম্পানী কমান্ডার মোহাম্মদ সাদেকুল ইসলাম স্কোয়াড্রন লীডার বলেন, র‌্যাব-৮ এর এধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT