ঢাকা (সন্ধ্যা ৭:৫৫) মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


মনিরামপুরে ফাঁকা মাঠে দুই ক্যাবল অপারেটর কর্মীকে কুপিয়ে হত্যা

মোরশেদ আলম,যশোর মোরশেদ আলম,যশোর Clock শুক্রবার রাত ০২:৪০, ১৬ অক্টোবর, ২০২০

যশোরের মনিরামপুরে ক্যাবল অপারেটর প্রতিষ্ঠানের দুই কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ১৫ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় মনিরামপুর উপজেলার বারপাড়া গ্রামের ফাঁকা মাঠে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন যশোর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তৌহিদুল ইসলাম।

নিহতরা হলেন- যশোর সদর উপজেলার জায়ন্তা গ্রামের মুক্তার গাজীর ছেলে বাদল (২৪) ও একই গ্রামের লোকমান হোসেনের ছেলে আবদুল আহাদ আলী (২৫)।নিহতরা দুইজন সম্প্রর্কে প্রতিবেশী চাচাতো ভাই। তাদের মধ্যে বাদল রূপদিয়া বাজারে ইন্টারনেট সংযোগের কাজ করতেন। আর আহাদ পেশায় কৃষক।

জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় মনিরামপুর উপজেলার বারপাড়া গ্রামের ফাঁকা মাঠের মধ্যে ডিশ লাইনের (ক্যাবল অপারেটর) কাজ করছিলেন বাদল ও আহাদ। অজ্ঞাত দুর্বৃত্তরা তাদের দুইজনকে অতর্কিত হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। ঘটনাস্থলেই বাদলের মৃত্যু হয়।

স্থানীয় লোকজন আবদুল আহাদকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT