ঢাকা (বিকাল ৩:০৯) সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


ভোলার লালমোহনে নিষিদ্ধ মাদকসহ যুবক আটক

মো. সাগর (৩৫)
মো. সাগর (৩৫)

কামরুজ্জামান শাহীন, ভোলা কামরুজ্জামান শাহীন, ভোলা Clock মঙ্গলবার রাত ১০:৪৪, ২৭ ডিসেম্বর, ২০২২

ভোলার লালমোহনে ১০২ পিস ইয়াবাসহ মো. সাগর (৩৫) নামের এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (২৬ ডিসেম্বর) রাত সোয়া ১১ টার দিকে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডস্থ লালমোহন টু চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের তালতলী বাজারের শাহিনের দোকানের পূর্ব পাশে পাকা সড়কের উপর থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মো. সাগর ফরাজগঞ্জ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পশ্চিম চর উমেদ গ্রামের বাসিন্দা।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. এনায়েত হোসেন বলেন, সোমবার দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই)( নিঃ) মো. আসাদুজ্জামান খান সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে ভোলা জেলার উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডস্থ লালমোহন টু চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের তালতলী বাজারের অভিযান চালিয়ে শাহিনের দোকানের পূর্ব পাশে পাকা সড়কের উপর থেকে মো. সাগর নামের এক যুবককে ১০২ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে।

তার বিরুদ্ধে লালমোহন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT