ঢাকা (সকাল ১০:২৩) বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

ভিসি রাশেদুলের পদত্যাগের দাবীতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচী

শিক্ষাঙ্গন ২১১৫ বার পঠিত
সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচী পালন করেছে শিক্ষার্থীবৃন্দ

এস এম সাখাওয়াত এস এম সাখাওয়াত Clock মঙ্গলবার রাত ০৯:১২, ২৭ আগস্ট, ২০২৪

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-ইবিএইউবি এর ভাইস চ্যান্সেলর মো. রাশেদুল হাসানের পদত্যাগের দাবীতে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচী পালন করেছে শিক্ষার্থীবৃন্দ। মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে অবস্থান নিয়ে এই কর্মসূচী পালন করে তারা।

এ সময় শিক্ষার্থীরা এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ দাবী করে বলেন, ভিসি একজন অদক্ষ ও অযোগ্য ব্যক্তি। তিনি দীর্ঘদিন দেশের বাইরে থেকে অনলাইনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের নানারকম জরুরী কাজ করে থাকেন। যা তার অযোগ্যতার পরিচয় দেয়। এমনকি ডিপার্টমেন্টের পরীক্ষায় পাশ করিয়ে দেয়ার নামে তিনি যেমন মোটা অংকের অর্থ দাবী করেন, ঠিক তেমনি নারী শিক্ষার্থীদের নানা রকম কু প্রস্তাব দিয়ে ডিগ্রী পাইয়ে দেয়ার মিথ্যা আশ্বাস প্রদাণ করেন। আর এসবের প্রতিবাদ করতে গেলে পরীক্ষায় অকৃতকার্য করে দেয়ার ভয়ভীতী দেখান তিনি। আর তাই এমন অযোগ্য, অদক্ষ, স্বৈরাচার ও মিথ্যা আশ্বাস প্রদাণকারী ভিসি মো. রাশেদুল হাসানের পদত্যাগ দাবী করে বিশ^বিদ্যালয়ে শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার জোড় দাবী জানান এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দ।

এদিকে এই আন্দোলনের দাবীর সাথে একাত্মতা ঘোষণা করেন চাঁপাইনবাবগঞ্জের বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীবৃন্দ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT