ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে ইবি বঙ্গবন্ধু পরিষদের শোক প্রকাশ
মোঃ রাসেল মুরাদ মঙ্গলবার রাত ১১:৪৮, ১ সেপ্টেম্বর, ২০২০
ভারতের সফল রাষ্ট্রনায়ক ও দক্ষিণ এশিয়ার শ্রদ্ধাভাজন নেতা প্রণব মুখার্জির মৃত্যুতে ‘ইসলামী বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদ’ গভীর শোক প্রকাশ করেছে।
তিনি সোমবার( ৩১ আগস্ট) করোনায় আক্রান্ত হয়ে ৮৪ বছর বয়সে শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
ইসলামী বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোঃ মাহবুবুল আরফিন এক শোকবার্তায় বলেন, ভারতের সফল রাষ্ট্রনায়ক, বাংলাদেশের একজন ‘প্রকৃত বন্ধু’ এবং দক্ষিণ এশিয়ার শ্রদ্ধাভাজন নেতা হিসেবে প্রণব মুখার্জি সবার কাছে শ্রদ্ধা ও সম্মানের পাত্র ছিলেন। তাঁর দক্ষতা, নিরলস কর্মস্পৃহা ও সফলতার গল্প ভারতীয় উপমহাদেশের দেশগুলোর আগামী প্রজন্মের নেতাদের প্রেরণা জোগাবে।
আমরা ইসলামী বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদ পরিবার এই মহান নেতার মৃত্যুতে আন্তরিক সমবেদনা ও শোক জানাচ্ছি এবং তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি।
উল্লেখ্য, গত ৯ আগস্ট বাড়ির শৌচাগারে পড়ে গিয়ে মাথায় আঘাত পান তিনি। সে দিনই মাথায় অস্ত্রোপচার হয় তার। পরবর্তীতে পরীক্ষায় কোভিড-১৯ সংক্রমণ ধরা পড়ে।