ঢাকা (দুপুর ২:৫৭) রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ভর্তি পরীক্ষার্থীদের নিয়ে গ্রীণ ভয়েসের ব্যতিক্রম উদ্যোগ : ডাকসুর এজিএস এর সাধুবাদ

শিক্ষাঙ্গন ২১১৪৭ বার পঠিত
ভর্তি পরীক্ষার্থীদের নিয়ে গ্রীণ ভয়েসের ব্যতিক্রম উদ্যোগ : ডাকসুর এজিএস এর সাধুবাদ

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock শনিবার দুপুর ০১:৩৮, ২১ সেপ্টেম্বর, ২০১৯

এসকে,এমডি ইকবাল হাসান, নড়াইল প্রতিনিধি: ভর্তি পরিক্ষার্থীদের নিয়ে গ্রীণ ভয়েসের ব্যতিক্রমী উদ্যোগকে সাধুবাদ জানালেন ডাকসুর এজিএস সাদ্দাম হোসেন-সহ আগত সকল অভিভাবক।। শুক্রবার(২০ সেপ্টেম্বর)অনুষ্ঠিত হলো দেশের সর্বোচ্চ বিদ্যাপিঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ ‘ক’ ইউনিটের ভর্তি পরিক্ষা। এ শিক্ষাবর্ষে বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ১ হাজার ৭৯৫টি আসনের জন্য ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছে ৮৮ হাজার ৯৭০ জন।প্রতি আসনের বিপরীতে ৪৯ জন লড়াই করেছে। ক্যাম্পাসে ছিলো মেলার মতো পরিবেশ। ভর্তি-ইচ্ছু আর অভিভাবকদের আগমনে ক্যাম্পাসে লোকারণ্যতে পরিণত হয়েছিলো। বিভিন্ন সামাজিক সংগঠন গুলো শিক্ষার্থী এবং অভিভাবকদের সহায়তায় ক্যাম্পাসে বুথ নিয়ে কাজ করেছিলো। ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রীণ ভয়েস পরিবারের ৬০ জনের একটি টিম কলা ভবনে ভর্তি-ইচ্ছুদের সহায়তা, ফ্রি কলম বিতরন,পানি পানের ব্যবস্থা,পরিক্ষার্থীদের মোবাইল ব্যাগ রাখা সহ অবিভাবকদের বসার ব্যবস্থা করে । গ্রীণ ভয়েসের হেল্প বুথে যেয়ে দেখা যায় তাদের বুথের সামনে একটি ব্যানারের তাদের লেখনি ছিলো “বিনামূল্যে মোবাইলের মাধ্যমে সবার আগে SMS এর মাধ্যমে অটোমেটিক রেজাল্ট পেতে ফ্রি রেজিস্ট্রেশন করুন।” গ্রীণ ভয়েস ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারন সম্পাদক সুমন মোহাম্মাদ মুক্ত বলেন ভর্তি পরিক্ষার ফলাফল কখন প্রকাশ হয় তা সঠিক কেউ জানেনা।যার ফলে অনেক শিক্ষার্থীর এই খবরটা পেতে অনেক সময় লাগে।এছাড়াও অনেক শিক্ষার্থী গ্রাম থেকে আসেন।তাদের ফলাফল পেতে দেরি হয়, গ্রামে কখনো কখনো সার্ভারের সমস্যা হয়, তাই তাদের সহায়তার জন্য এই উদ্যোগ গ্রহন করা হয়েছে। মাধ্যমিক,উচ্চমাধ্যমিক পরিক্ষার রোল এবং মোবাইল নাম্বার দিয়ে ফ্রি রেজিস্ট্রেশন করলে সেই নাম্বারে ফলাফল মেসেজে জানিয়ে দেওয়া হবে বলে জানান তিনি।
গ্রীণ ভয়েস ঢাকা বিশ্ববিদ্যালয় হেল্প বুথ ভিজিটের সময় ঢাবি ছাত্রলীগের সাধারন সম্পাদক ডাকসুর সহ-সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন গ্রীণ ভয়েস ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমন কার্যক্রম সত্যিই প্রশংসনীয়। তিনি উপস্থিত সকল সেচ্ছাসেবকদের আগামীতেও এভাবে মহৎ কাজগুলো করার জন্য আহ্বান জানান এবং যেকোনো সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ এবং ডাকসুর সহায়তা দেওয়ার আশ্বাস জানান তিনি। গ্রীণ ভয়েস ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারন সম্পাদক মোঃ তারেক রায়হান বলেন আগামীতে ক্যাম্পাসে প্রতি ভর্তি পরিক্ষায় আরো বিভিন্ন জায়গায় বুথ স্থাপন করা হবে,যাতে করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষার্থী এবং অভিভাবকদের সহায়তা করা যায় । আমরা গ্রীণ ভয়েস ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার ভর্তি-ইচ্ছুদের সহায়তায় কাজ করে যাবো। এই সময় উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস প্রধান সমন্বয়ক আলমগীর কবির ও সহ সমন্বয়ক হুমায়ুন কবির সুমন।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT