ঢাকা (রাত ৯:১০) রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

বড়লেখায় অগ্নিকান্ডে ১১টি দোকান পুড়ে ছাই

মোঃইবাদুর রহমান জাকির মোঃইবাদুর রহমান জাকির Clock সোমবার ১২:৩১, ৯ মে, ২০২২

মৌলভীবাজারের বড়লেখার শাহবাজপুর বাজারে, ভয়াবহ অগ্নিকান্ডে একটি মার্কেটের ১১ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গত শনিবার রাত দেড় ঘটিকার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের একটি ইউনিট স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনলেও এর আগেই আগুনে পুড়ে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি ও নগদ সাড়ে ৬ লক্ষ টাকা পুড়ে ছাই হয়েছে। তবে কি কারণে আগুনের সুত্রপাত হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে ভয়াবহ অগ্নিকান্ডের খবর পেয়ে রোববার সকালে উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সহযোগিতার আশ্বাস প্রদান করেছেন।

প্রসঙ্গত শনিবার রাত দেড় ঘটিকার দিকে শাহবাজপুর কাঁচাবাজারের আমির মার্কেটে আগুন দেখে বাজারের নৈশপ্রহরী ব্যবসায়ীদের খবর দেন। পরে তারা এসে ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছার আগেই সবজি মার্কেটের ১১ টি দোকান-ইছমত আলী, আবদুল জলিল, আব্দুস শুক্কুরের মুদির দোকান, আব্দুল জলিলের কাপড়ের গোদাম, সেলিম আহমদের কাঁচা মালের দোকান, জুয়েল আহমদের কম্পিউটারের দোকান পুড়ে ছাই হয়ে যায়। এসময় আরও কয়েকটি দোকান আংশিক ক্ষতিগ্রস্থ হয়।

শাহবাজপুর বাজার বনিক সমিতির সভাপতি আব্দুর রহমান বাবুল বলেন, বাজারের চৌকিদার আগুন দেখে ব্যবসায়ীদের খবর দেন। পরে তারা ফায়ার সার্ভিসকে জানান। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডে ১১টি দোকানের প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছ বলে ধারণা করা হচ্ছে।

বড়লেখা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শামীম মোল্লা জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সুত্রপাত নিশ্চিত হওয়া যায়নি এবং ক্ষয়ক্ষতির পরিমাণও পুরোপুরি নিরুপণ হয়নি।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT