বাবুগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসিতে অভাবনীয় সাফল্য
মেঘনা নিউজ ডেস্ক রবিবার সন্ধ্যা ০৭:৫৯, ৩১ মে, ২০২০
রেদোয়ান হোসেন, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: চলতি বছর মাধ্যমিক পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় বাবুগঞ্জ উপজেলার বাবুগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় অভাবনীয় সাফল্য দেখিয়েছে।
চলতি বছর এ প্রতিষ্ঠান থেকে ১৩৫ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে ১৯ টি জিপিএ-৫সহ ১৩২ জন উত্তীর্ণ হয়েছে। পাশের হার ৯৭ দশমিক ৭৮। এই ফলাফলে অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষার্থী, শুভানুধ্যায়ী ও সকল অভিভাবকবৃন্দ দারুণভাবে আনন্দিত হয়েছেন।
প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক রণজিৎ কুমার বলেন, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যদের সমন্বিত চেষ্টায় ভালো ফলাফল করা সম্ভব হয়েছে। বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এ স্কুল প্রতি বছর ধারাবাহিক সাফল্য রেখে আসছে।
উল্লেখ্য বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে এবার এসএসসি পরীক্ষায় পাসের হার ৭৯ দশমিক ৭০ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৪৮৩ জন পরীক্ষার্থী।যা গত ৪ বছরের তুলনায় পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা মিলিয়ে সর্বাধিক ।