বাবুগঞ্জে বেকারী কারখানায় অগ্নিকান্ড
নিজস্ব প্রতিনিধি বুধবার রাত ০৮:০৩, ২৯ জুলাই, ২০২০
বরিশালের বাবুগঞ্জে মধুবন বেকারীর কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড সংগঠিত হয়েছে। এতে প্রায় ৫ লক্ষাধিক টাকা মালামাল পুড়ে গেছে। গত মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
জানা যায়, মঙ্গলবার গভীর রাতে উপজেলার বাবুগঞ্জ বন্দরের মধুবন বেকারীর কারখানায় অগ্নিকান্ডের ঘটে। নিমেষেই গোটা কারখানায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বাবুগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌছে প্রায় ঘন্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। এসময়ের মধ্যে বেকারীর সব পুড়ে ভস্ব হয়ে যায়।
মধুবন বেকারীর স্বত্বাধিকারী মোঃ ফিরোজ হাওলাদার জানান, এই অগ্নিকান্ডে তার প্রতিষ্ঠানের প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। কিন্তু কিভাবে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে তা নিশ্চিত হতে পারেননি তিনি। এদিকে অগ্নিকান্ডের সংবাদ পেয়ে ঘটনা স্থাল পরিদর্শন করেছেন বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব কাজী ইমদাদুল হক দুলাল, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম,রহমতপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সরোয়ার মাহামুদ,পিআইও আরিফুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আক্তার-উজ-জামান মিলন, যুবলীগ সভাপতি মোস্তফা কামলা চিশতি,সাধারণ সম্পাদক মাসুদ করিম লাভু, বাবুগঞ্জ থানার ওসি মোঃ মিজানুর রহমান,বাবুগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ। এ সময় পরিদর্শন কালে উপজেলা চেয়ারম্যান ক্ষতিগ্রস্থ বেকারীর মালিককে আর্থিক সহায়তা ও টিন প্রদানের আশ্বাস দেন।