ঢাকা (রাত ৮:৫০) সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

বাবুগঞ্জে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত

রেদোয়ান হোসেন,বাবুগঞ্জ,বরিশাল রেদোয়ান হোসেন,বাবুগঞ্জ,বরিশাল Clock বুধবার রাত ০১:৪৫, ২০ এপ্রিল, ২০২২

শিক্ষা মন্ত্রনালয়ের উদ্যোগে উপজেলা পর্যায়ের বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ২০২২ বরিশালের বাবুগঞ্জ উপজেলায় অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার রাশেদ খান মেনন মডেল উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের অডিটেরিয়ামে গত সোমবার দিনব্যাপি এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব নাসরিন জোবায়েদা আখতার এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উল্লেখ্য, বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা সারা দেশ থেকে প্রতিভাধর ছাত্র-ছাত্রী খুঁজে বের করার জন্য বাংলাদেশ সরকারের একটি উদ্যোগ। এই প্রতিযোগিতা প্রথম ২০১৩ সালে চালু করা হয়। ৩টি শ্রেণী ও ৪টি বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জাতীয় পর্যায়ের বিজয়ীদের হাতে ১,০০,০০০ টাকা ও সম্মাননা স্মারক তুলে দিবেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় প্রতিবছর সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযািেগতা আয়াজেন করে থাকে-তারই ধারাবাহিকাতায় এ আয়োজন-বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ২০২২।

স্কুল পর্যায়ে বঙ্গবন্ধু মেধা অন্বেষণ ১১ এপ্রিল ২০২২-এ শুরু হয়ে জাতীয় পর্যায় শেষ হবে ১৭ই মে।

বাবুগঞ্জে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বরিশাল ক্যাডেট কলেজ, বাবুগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়, বাবুগঞ্জ ডিগ্রী কলেজ ও রাশেদ খান মেনন মডেল উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT