ঢাকা (সকাল ৮:২১) বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত

নওগাঁ জেলা ২৪০৭ বার পঠিত
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock বুধবার রাত ১১:১৩, ২৩ অক্টোবর, ২০১৯

এম এ ইউসুফ, নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের ১,২ ও ৩ (রাজশাহী, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ) রিজিয়নের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সাবেক এমপি ড. মোঃ আকরাম হোসেন চেীধুরী।

বুধবার সকালে নওগাঁ রিজিয়ান-১ চত্বরে বিএমডিএর নির্বাহী পরিচালক আব্দুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে, নওগাঁ-১ এর নির্বাহী প্রকৌশলী শমসের আলী, নওগাঁ-২ এর নির্বাহী প্রকৌশলী আব্দুল মালেক চৌধূরী, রাজশাহীর নির্বাহী প্রকৌশলী শরীফুল হক ও চাপাই নবাবগঞ্জের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী এই অঞ্চলের এক ইঞ্চি জমিও যাতে পতিত না থাকে তা বাস্তবায়নে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্ত্তৃপক্ষকে দায়িত্বশীলতার সাথে কাজ করতে হবে বলে উল্লেখ করা হয়। এ ছাড়াও অল্প খরচে অধিক ফসল কিভাবে উৎপাদন করা যায়, কিভাবে নিরাপদ খাদ্য এবং নিরাপদ নিউট্রিশন সমৃদ্ধ খাদ্য উৎপাদন করা যায় সে ব্যপারে গৃহিত পরিকল্পনা সম্পর্কিত মতামত তুলে ধরা হয়।

সভায় ৩ জেলার বিএমডিএর সকল সহকারী প্রকৌশলী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এর আগে প্রধান অতিথি সাবমারসিবল পাম্প এবং ইউপিভিসি পাইপ টেস্টিং ল্যাবরেটরীর ফলক উন্মোচন করে শুভ উদ্বোধন করেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT