ঢাকা (রাত ৯:৩৭) বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

বজ্রপাতে কৃষকের মৃত্যু : প্রশাসনের ২০ হাজার টাকা সহায়তা

মীর এম ইমরান,মাদারীপুর মীর এম ইমরান,মাদারীপুর Clock সোমবার রাত ০৮:৫১, ৫ জুলাই, ২০২১

মাদারীপুরের কালকিনি উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের কোলচরি গ্রামে বজ্রপাতে রেজাউল হক সরদার (৪০) নামে একজন নিহত হয়। রবিবার (৪ জুলাই) দুপুরে বৃষ্টির মধ্যে পাট কেটে বাড়ির ফেরার পথে প্রচন্ড বজ্রপাতে তিনি মারা যান। রেজাউল হক ঐ গ্রামের আ: সত্তর সরদারের ছেলে। খবর পেয়ে কালকিনি উপজেলা প্রশাসন তার পরিবারকে নগদ অর্থ ও খাদ্য সহায়তা প্রদান করেন।

এলাকাবাসী ও পরিবার জানায়, কৃষক রেজাউল হক সরদার নিজের জমির পাট ও গরুর জন্য ঘাষ কেটে নৌকায় করে বাড়ি ফেরার সময় হঠাৎ বিকট শব্দ করে তার মাথার উপর বজ্রপাত হয়। এতে করে সাথে সাথে তার মাথা র্চুণ বির্চুণ হয়ে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়।

পরে প্রত্যক্ষদর্শীরা তার বাড়িতে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে বাড়ি নিয়ে যায়। খবর পেয়ে কালকিনি উপজেলা নির্বাহী অফিসার মো: মেহেদী হাসান নিহতের বাড়ি গিয়ে পরিবারের সবাইকে শান্তনা দেন ও উপজেলা প্রসাশন থেকে নগদ বিশ হাজার টাকা অর্থ সহায়তা ও চাল, ডাল, আলু, তেল ও আটা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন প্রকল্প অফিসার মোস্তফা কামাল, ইউনিয়ন চেয়ারম্যান তোফাজ্জল হোসেন কাজি সহ অনেকেই।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT