বঙ্গবন্ধুর জন্মদিনে বৈদ্যুতিক পাখা বিতরণ
ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ বুধবার রাত ১০:১৫, ১৭ মার্চ, ২০২১
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরে বুধবার (১৩ মার্চ) দুপুরে স্থানীয় জেলা পরিষদ ডাকবাংলোতে ‘গৌরীপুর বঙ্গবন্ধু জন্মশত বার্ষিকী উদযাপন কমিটি’র উদ্যোগে আলোচনা সভা ও জেলা পরিষদের অর্থায়নে ৩০টি বৈদ্যুতিক পাখা (ফ্যান) বিতরণ করা হয়।
বঙ্গবন্ধুর ১০১ তম জন্মবার্ষিকী উপলক্ষে গৌরীপুর বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদযাপন কমিটির উদ্যোগে ডাকবাংলোতে কেককাটা ও বঙ্গবন্ধু শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম, জেলা পরিষদ সদস্য ও গৌরীপুর বঙ্গবন্ধু উদযাপন পরিষদের আহবায়ক এইচএম খায়রুল বাসার, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য আবু কাউছার চৌধুরী রন্টি, গৌরীপুর বঙ্গবন্ধু উদযাপন কমিটির যুগ্ম আহবায়ক নাজমুল হাসান ডালাছ প্রমুখ।
পরে গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম অতিথি থেকে ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে বৈদ্যুতিক পাখা (ফ্যান) তুলে দেন।