ফসলের কারিগর
নিজস্ব প্রতিনিধি বৃহস্পতিবার রাত ০১:০৯, ২২ এপ্রিল, ২০২১
চাষা
মোঃ বুলবুল হোসেন
আমি নাকি তোমার চোখে
গ্রামের ছোট্ট চাষা,
ডুবে ডুবে পানি খাওয়া
বুঝি তোমার ভাষা।
শত কষ্টে থাকি আমি
জানবে কেনো লোকে,
নিজের মাঝে গোপন থাকবে
কষ্ট চাপা বুকে।
সোনার জীবন অঙ্গার হলো
যায় কী ধরে রাখা,
দুজন মিলে হবে এবার
মিলেমিশে থাকা।
কোন আশাতে বেরিয়ে যাও
কেমন তাহার শাখা,
মান অভিমান ভুলে এসো
প্রেমে মধু মাখা।