প্লাস্টিকের বোতলে পানি পানের কুফল
নিজস্ব প্রতিনিধি বৃহস্পতিবার সন্ধ্যা ০৬:৪৫, ২ জুন, ২০২২
দৈনন্দিন জীবনে পানি পানের ক্ষেত্রে প্লাস্টিক বোতল হয়ে উঠেছে আমাদের নিত্যসঙ্গী। ঘরে অথবা বাইরে পানি অথবা সফট ড্রিংকস সব ক্ষেত্রেই এই বোতলের ব্যবহার। আর এ কারণেই বেশির ভাগ বাড়িতে জগ বা গ্লাস হয়ে উঠেছে শোপিস। তবে প্লাস্টিক বোতলে পানি পান যে কতটা ক্ষতিকর, তার খবর বেশিরভাগ মানুষই রাখেন না।
বিশুদ্ধ পানি হলেও প্লাস্টিকের বোতলে রাখার কারণে তাতে নানা ক্ষতিকর পদার্থ যোগ হয়ে শরীরের ভেতরে প্রবেশ করে। ফলে আপনি ভুগতে শুরু করেন অসুখে। তাই জেনে নিন প্লাস্টিকের বোতলে পানি পান করার অপকারিতা—
ক্ষতিকর উপাদান
প্রকৃতিতে যখন তাপমাত্রা বাড়ে তখন স্বাভাবিকভাবে প্লাস্টিকের বোতলে থাকা পানিও গরম হয়ে যায়। এতে প্লাস্টিকের নানান উপাদান বোতলে থাকা পানিতে মিশে যায়। তাপমাত্রা বেড়ে গেলে ক্ষতিকারক উপাদানগুলোও অনেক বেশি মিশতে থাকে। আর সেই পানি পান করলে তা শরীরের জন্য হুমকি হয়ে দাঁড়ায়।
ডায়াবেটিস, মেদ ও আরও অনেক সমস্যা
প্লাস্টিকে থাকে Biphenyl-A নামক একটি উপাদান। এই উপাদান গরম তাপ পেলে দ্রুত পানিতে মিশে যায়। এটি শরীরে প্রবেশ করলে দেখা দিতে পারে ডায়াবেটিস, বন্ধ্যাত্ব, মেদ, মানসিক জটিলতার মতো সমস্যা। তাই এ ধরনের মারাত্মক সমস্যা থেকে দূরে থাকতে হলে প্লাস্টিকের বোতলে পানি পান করা বন্ধ করুন।
রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়
প্লাস্টিকের বোতলে পানি পান করার আছে প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব। প্লাস্টিকের বোতলে রাখা পানি খেলে, এতে মিশে থাকা বিভিন্ন রাসায়নিক পদার্থ শরীরে প্রবেশ করে রোগ প্রতিরোধ ক্ষমতা কমায়। সেখান থেকেই দেখা দেয় নানা অসুখের ভয়।
বাড়ে ক্যানসারের ঝুঁকি
প্লাস্টিকের বোতলে থাকে থ্যালেট নামক একটি ক্ষতিকর উপাদান। প্লাস্টিকের বোতলে পানি রাখলে তা পানির সঙ্গে মেশে। এই ক্ষতিকর উপাদান বাড়িয়ে দেয় লিভার ক্যানসারের ঝুঁকি। সঙ্গে এটি পুরুষের বন্ধ্যাত্বেরও কারণ হতে পারে।