ঢাকা (সকাল ৭:১৭) সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


প্রেম টিকা : কবি তোফায়েল আহমেদ

কবিতা ২৭৭৪ বার পঠিত

আরিফুল ইসলাম আরিফুল ইসলাম Clock শুক্রবার রাত ০৮:৩৫, ২৬ জুলাই, ২০১৯

প্রেম সৃষ্টির শ্রেষ্ট উল্লাস।
জাগতিক বিলাস।
সৃষ্টিকর্তার অমূল্য উপহার।
প্রেম আদমক্ষেতি করে গোপনে
নব নব ফসল ফলায়।
সৃষ্টির লাগিয়া চলে তার চাষ।
ভালোবাসা তার হাতিয়ার।
আঁখি তার ফাঁদ।
নব সৃষ্টিতে সে পরিপক্ক।
প্রেম রসায়নের রসের রসিক।
শিকারী সেজে মাদকের রুপক
নেশায় পিয়াসের পাগলামী করে।
অনুভূতির গোপন শিহরণ নিয়ে
রক্তের স্রোতে প্রেম বহে বেড়ায়।
রক্ত প্রেমের নির্যাস।
রক্ত প্রেম ছাড়া বাঁচেনা।
সেখানেই চলে তার সহবাস।
রক্তকে ছেঁকে ছেঁকে মন তার
সহযোগী অনুভূতির বড়ঁশি দিয়ে
প্রেমকে বের করে আনে
অনেক দলিত মথিত
রাগারাগির মালিন্য যুদ্ধের
ডামাঢোল
বাজিয়ে হৈ চৈ করতে।
রক্ত গতিময়ে প্রেমকে নিয়ে
পলায়ন করে
তনুর শিরা উপশিরায়।
মন নাছোর ধারায়
টেনে হেঁচড়ে
প্রেমকে তুলে এনে
তার নিজের করিডোরে বন্দি করে।
প্রেম ছান্দিক রহস্যময়।
মান অভিমান তার আছে।
প্রেমের লালন চলন কথন
জ্বলন ভরণ পোষণ সব মন
আয়োজন করে।
মন প্রেমের বাল্য বন্ধু।
বার বার তাদের সাক্ষাত হয়।
আবার প্রয়োজনে তাকে সন্ধান করে।
রক্তের সুপ্ত বন্দিদশা থেকে মন প্রেমকে
বের করে আনে।
মনের কথা ছাড়া প্রেম এক কদম ও
চলেনা।
সে মনের বাধ্যগত হয়ে যায়।
মন প্রেমের শিক্ষক।
মন তার আপন মনযোগে প্রেমকে
ডেকে এনে তার চাহিদা মিটায়।
ইচ্ছেরা প্রতিবেশি হয়ে প্রেম মনের
কথা শোনে সহযোগিতা করে
কর্ম সাধনে।
ইচ্ছের ভেতরে শয়তান নাটের গুরু
সেজে ইচ্ছেকে দখল করে।
ইচ্ছে তখন অনুমতি দেয়।
মন তার স্বভাব খোঁচানীতে
অনুভূতি অনুভবকে নাড়িয়ে
আসক্তির নেশা বাড়িয়ে জাগ্রত
করে উত্তেজনার গতি তরাম্বিত
করে সৈনিক বানায়।
যুদ্ধের জন্য প্রস্তুত করে।
যুদ্ধ করতে হবে মোহনার পারে।
মন প্রেমকে সাঁতার শেখায়।
বৈঠায় হাল ধরতে শেখায়।
তীরে পৌছার কৌশলী বানায়।
হেরে গেলে চলবেনা।
অপনমানিত হবার ভয় দেখায়।
বিপরীত যোদ্ধার সাথে যুদ্ধ
করতে রক্তক্ষয়ী আন্দোলন করে।
কার্য সম্পাদন করে।
প্রেম বিদায়ের বেলায় কিভাবে রক্ত
থেকে বের হবে মনের ডাকে,
তার পরামর্শ দেয় এবং ক্লাশ নোট
ধরিয়ে দেয়।
প্রেম সৃষ্টির টিকা দিয়ে প্রয়োজন শেষে
প্রেম চলে যায় আবার তার বসত
বাড়ির রক্তের
তাপিত লালিত বহতায়।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT