ঢাকা (দুপুর ২:১১) বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

পুত্র সন্তানের পিতা হলেন “হৃদয়ে মেঘনাবাসী” গ্রুপের মোঃ জহিরুল ইসলাম

অন্যান্য ২২৯৭ বার পঠিত
পুত্র সন্তানের পিতা হলেন “হৃদয়ে মেঘনাবাসী” গ্রুপের মোঃ জহিরুল ইসলাম
পুত্র সন্তানের পিতা হলেন “হৃদয়ে মেঘনাবাসী” গ্রুপের মোঃ জহিরুল ইসলাম

সেলিম খান সেলিম খান Clock সোমবার বিকেল ০৪:৩৮, ২৭ নভেম্বর, ২০২৩

​হৃদয়ে মেঘনাবাসী ফেসবুক গ্রুপের এডমিন জনাব মোঃ জহিরুল ইসলাম এর পুত্র সন্তান পৃথিবীতে এসেছে। গত ২৫ নভেম্বর শনিবার রাজধানীর মাতুয়াইল মেডিকেল এ বিকাল ৪ ঘটিকায় জনাবা সাজেদা আক্তার ও জনাব জহিরুল ইসলাম এর একটি পুত্র সন্তান জন্ম হয়েছে।

***জন্ম হোক ধন্য তোমার অন্তর হোক পুণ্য,
ফুলের মত ফুটবে তুমি মানব জাতির জন্য।
স্বপ্নের চেয়ে অনেক বেশী আশার চেয়ে বড়,
মেধা মনন প্রজ্ঞা দিয়ে পৃথিবী জয় করো।***

শুভ দিনে শুভ ক্ষণে শুভাশিত এই দিনে শুভ আগমন, শুভ হোক শুভ হোক শুভ জন্মদিন ।

আজকের এই দিনে পরম করুণাময়ের নিকট শুধু এই প্রার্থনাই করি, মহান স্রষ্টা যেন তোমাকে এমন শক্তি দান করেন যে শক্তির প্রভাবে তুমি হবে বিশ্ব নন্দিনী এবং তোমার মানব জন্ম হবে সার্থক ও সুন্দর।

জহিরুল ইসলাম ও তার সহধর্মিণী সাজেদা আক্তারকে শুভেচ্ছা জানিয়েছেন হৃদয়ে মেঘনাবাসী সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান এডমিন মোঃ হানিফ।

শুভেচ্ছান্তেঃ- মা – বাবা, দাদা – দাদী, নানা – নানী, মামা – মামী, খালা, ফুফুসহ পরিবারের সবাই। পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া চাওয়া হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT