পীরগাছায় পানিবন্দি মানুষের চরম দুর্ভোগ
একরামুল ইসলাম, পীরগাছা (রংপুর) বৃহস্পতিবার রাত ১০:০০, ১৬ জুলাই, ২০২০
রংপুরের পীরগাছায় তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার তাম্বুলপুর ও ছাওলা ইউনিয়নের বসবাসকারী নদী তীরবর্তী এলাকার প্রায় চার হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। পানির নিচে তলিয়ে গেছে তাদের ফসলি জমি। সরকারিভাবে ত্রাণ সামগ্রি বিতরণ করা হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। ফলে চরম বিপাকে পড়েছে বন্যা দুর্গত এলাকার পানিবন্দি মানুষজন।
গতকাল বুধবার (১৫ জুলাই) বন্যাকবলিত এলাকা ঘুরে দেখা গেছে, তিস্তা নদীর তীরবর্তী এলাকার হাজারও মানুষ পানি বন্দী হয়ে পড়েছে। পানিবন্দী পরিবারের মানুষজনের মাঝে খাদ্য, বিশুদ্ধ পানি ও গবাদি পশুর গো-খাদ্যের তীব্র সংকট দেখা দিয়েছে।
শিবদেবচর জাহিদুল ইসলাম বলেন, কয়েক দফায় তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় জনমানুষের দেখা দিয়েছে নানা দুর্ভোগ। এ সময় বন্যার কোনো প্রস্তুতি না থাকায় চরম বিপাকে পড়েছি। ফলে শুকনো খাদ্য ও পানির তীব্র সংকট দেখা দিয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আজিজ বলেন, বন্যা দুর্গত এলাকার মানুষদের খোঁজ খবর নেওয়া হচ্ছে।