ঢাকা (রাত ১:৪১) রবিবার, ৩রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পরিবেশ রক্ষায় গাছ লাগাতে হবে: এমপি তানভীর ইমাম

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock শনিবার রাত ১০:২৮, ২০ জুন, ২০২০

নাজমুল হোসেন, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া-সলঙ্গা) আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম বলেছেন, বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগ কবলিত একটি দেশ। এই দুর্যোগ মোকাবেলায় সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এই মহামারি ও প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে হলে সবাইকে বেশি বেশি করে গাছ লাগাতে হবে।

শনিবার ( ২০ জুন) উল্লাপাড়া উপজেলা যুবলীগের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে ” গাছ লাগাও,পরিবেশ বাঁচাও” এই শ্লোগানকে সামনে রেখে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সুযোগ্য কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নির্দেশে ১ লা আষাঢ় থেকে বনজ, ফলদ এবং ওষুধি এই তিন ধরনের গাছ দেশব্যাপী রোপণ করার যে ঘোষণা দিয়েছেন, তা বাস্তবায়ন করা যুবলীগের প্রতিটি নেতাকর্মীর পবিত্র দায়িত্ব।

প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় গাছ লাগানোর কোন বিকল্প নেই। তাই সবাইকে গাছ রোপণে উৎসাহিত করতে হবে। আমরা সবাই মিলে বাড়ির আঙ্গিনায় বা রাস্তার পাশে খালি জায়গায় গাছ লাগাই – পরিবেশ বাঁচাই।

এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান পান্না, মহিলা ভাইস চেয়ারম্যান রিবলি ইসলাম কবিতা, উল্লাপাড়া পৌর মেয়র এস এম নজরুল ইসলাম, উলাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার দাশ, উল্লাপাড়া উপজেলা যুবলীগের আহবায়ক এবং এমপি মহোদয়ের একান্ত সচিব মীর আরিফুল ইসলাম উজ্জ্বল , যুগ্ম আহ্বায়ক এবং সাবেক জি এস মোঃ আজিজুল ইসলাম শাহ আলম, যুবলীগের সদস্য রুমন, বিধান, বকুল, মামুন সহ আ.লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত : উল্লাপাড়া উপজেলার যুব লীগের নেতাকর্মীদের উদ্যোগে ৬ শত ৫০ টি বনজ, ফলদ এবং ওষুধি রোপন করা হবে।

এছাড়াও উপজেলার ১৪ টি ইউনিয়নের যুব লীগের নেতাকর্মীদের নিজস্ব উদ্যোগে ৫ টি করে বনজ, ফলদ এবং ওষুধি রোপন করার সিদ্ধান্ত গ্রহণ করেন।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT