নির্বাচন বর্জণে আইনজীবীদের বিক্ষোভ, লিফলেট বিতরণ
এস এম সাখাওয়াত জামিল দোলন বৃহস্পতিবার রাত ১১:৩৯, ৪ জানুয়ারী, ২০২৪
জানুয়ারীর অবৈধ নির্বাচন বর্জণের আহ্বান জানিয়ে চাঁপাইনবাবগঞ্জের আদালত চত্ত্বরে বিক্ষোভ মিছিল, পথসভা ও লিফলেট বিতরণ করেছে বিএনপিপন্থী আইনজীবীরা।
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের ব্যানারে বৃহস্পতিবার দুপুরে আদালত বর্জণ করে এসব কর্মসূচি পালন করেছেন আইনজীবীরা। এ সময় আদালত চত্বরের সামনে থেকে একটি মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারও সেখানে গিয়ে শেষ হয়। এর আগে একটি পথসভায় বক্তব্য রাখেন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের নেতারা।
পথ সভায় ভোট বর্জনের আহ্বান জানিয়ে তারা বলেন, সরকার দেশকে অস্থিতিশীল করতে একটি অবৈধ নির্বাচনের ডাক দিয়েছেন। বড় কোন রাজনৈতিক দল না নির্বাচনে অংশগ্রহণ না করায় তারা নিজেরাই দলীয় ও স্বতন্ত্রভাবে বিভিন্ন প্রতিক নিয়ে একটি তামাশার নির্বাচন করতে যাচ্ছে। যা সংবিধানের সুস্পস্ট নলংঘণ। আর তাই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ডামী ও একতরফা উল্লেখ করে ভোট বর্জনের আহ্বান জানান বিএনপিপন্থী আইনজীবীরা।
এর আগে লিফলেট বিতরণ কালে বিএনপি চেয়ারপার্সণ বেগম খালেদা জিয়াসহ বিএনপির সকল নেতাকর্মীর মুক্তির দাবিতে শ্লোগান দেন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের নেতাকর্মীরা।