ঢাকা (রাত ৪:১৫) বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

নাচোলে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ সভা অনুষ্ঠিত

এস এম সাখাওয়াত জামিল দোলন এস এম সাখাওয়াত জামিল দোলন Clock বুধবার সন্ধ্যা ০৭:৩৬, ৬ ডিসেম্বর, ২০২৩

আগামী ১২ ডিসেম্বর মঙ্গলবার জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন উপলক্ষ্যে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে।

বুধবার (৬ ডিসেম্বর) নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এই অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

 

এ সময় সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল উদ্দিন ক্যাম্পেইন কার্যক্রমের বিস্তারিত তথ্য তুলে ধরে বক্তব্য রাখেন।

তিনি জাতীয় ও গুরুত্বপূর্ণ কর্মসূচি শতভাগ সফল করতে সকল পেশাজীবি ও সচেতন নাগরিকের সহযোগিতার অনুরোধ জানান।

 

সভায় স্বাস্থ্য পরিদর্শক ইসারুল হকের সঞ্চলনায় বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার মৃনাল কান্তি দাস, নাচোল থানার ওসি তদন্ত খন্দকার ফরিদ আহমেদ প্রমুখ।

 

সভায় জানানো হয় আগামী ১২ ডিসেম্বর সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৯৮ টি কেন্দ্রে সারা দেশের ন্যায় ৬ মাস হতে ৫৯ মাস বয়সী নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আওতাধীন ৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভার প্রায় ১৯ হাজার ২ শত জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT