ঢাকা (দুপুর ১২:৫৩) শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

নাগেশ্বরীতে পাকিস্তানি হানাদার মুক্ত দিবস পালিত

নাগেশ্বরীতে পাকিস্তানি হানাদার মুক্ত দিবস পালিত
নাগেশ্বরীতে পাকিস্তানি হানাদার মুক্ত দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock শুক্রবার রাত ০৯:৪৬, ২৯ নভেম্বর, ২০১৯

সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরীতে পাকিস্তানী হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। শুক্রবার(২৯ নভেম্বর) সকাল ১১টায় প্রতীক মুক্ত থেকে বর্ণাঢ্য বিজয় র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রাধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গণকবরে পুষ্পস্তবক অর্পণ করে।মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ উদ্যোগ ‘শেকড়’ আয়োজিত র‍্যালিতে মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের মানুষ অংশগ্রহণ করেন।

পরে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আবু বকর সরকার, মজিবর রহমান বীরবল, মতিয়ার রহমান নান্টু, শেকড় সভাপতি মনোয়ার হোসেন সিদ্দিকী, সাধারণ সম্পাদক লিটন চৌধুরী, এস এম রওশন আলম, জেলা পরিষদ সদস্য লাভলী বেগম, প্রেসক্লাব সম্পাদক পাভেল জামান, গোলাপ খা শিশু সদনের পরিচালক রবিউল ইসলাম খান, আ ম প আনিছুর রহমান, এ্যাড সোলায়মান আলী প্রমূখ।

১৯৭১ সালের ২০ নভেম্বর উপজেলার রায়গঞ্জে মুক্তি বাহিনী ও ভারতীয় মিত্র বাহিনীর প্রবল আক্রমণে পাক বাহিনীর ২৫ পাঞ্জাব রেজিমেন্ট পিছু হটে নাগেশ্বরীর দক্ষিণ ব্যাপারীহাটে শক্ত ডিফেন্স গড়ে তোলে। এরপর মুক্তি বাহিনী ও ভারতীয় বিএসএফ’র ১২ রাজপুতনা রাইফেলস সংগঠিত হয়ে ২৮ নভেম্বর রাতে আবারও তাদের উপর সাড়াশি আক্রমণ চালায়। পরাজিত পাক সৈন্যরা ২৯ নভেম্বর ভোরে দক্ষিণ ব্যাপারীহাট ছেড়ে কুড়িগ্রামে পালিয়ে যায়। হানাদার মুক্ত হয় নাগেশ্বরী। উল্লাসে ফেটে পড়া নাগেশ্বরীবাসী জয় বাংলা ধ্বনিতে ঘর ছেড়ে রাস্তায় নেমে আসে। সর্বত্র উত্তোলিত হয় স্বাধীন বাংলাদেশের পতাকা।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT