ঢাকা (দুপুর ১২:৩৬) বুধবার, ১লা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


নাগরপুরে সড়কে ঝড়ে পরল একটি নিষ্পাপ শিশুর প্রাণ

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock সোমবার রাত ০৮:৩০, ১৬ ডিসেম্বর, ২০১৯

শাকিল হোসেন শওকত, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ  টাঙ্গাইলের নাগরপুরের মামুদনগর ইউনিয়ন এর ভারারিয়া গ্রামে ১৬ ডিসেম্বর ২০১৯ সোমবার দুপুর ১২.৩০ মিনিটের সময় হাই সাহেব এর ৪ বছরের নিষ্পাপ শিশু কন্যা মীম সড়ক দুর্ঘটনায় নিহত হয়। প্রত্যক্ষদর্শী আইজুদ্দিন এর মেয়ে শাহানাজ বেগম বলেন, তিল্লি হতে নাগরপুরগামী একটি ব্যাটারী চালিত অটোরিক্সা হাই সাহেব এর মেয়ে মীম কে চাপা দেয়। স্ত্রী ও একমাত্র কন্যা মীম বসতবাড়ির দক্ষিন পাশের রাজ্জাক মাষ্টার এর কাঠবাগানে যাওয়ার সময় শিশু মীমকে এ ঘটনা ঘটে।
দুধ বোঝাই দ্রতগামী অটোরিক্সা শিশু মীমকে সজোড়ে চাপা দিয়ে তার বুকের উপর দিয়ে চাকা উঠিয়ে দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনা স্থলেই নিষ্পাপ মীম নীথর হয়ে পড়ে।
এ ঘটনায় বিজয় দিবসে পুরো এলাকার আকাশ বাতাস ভারি হয়ে উঠে কান্নায়। হতদরিদ্র পিতা-মাতা বুক চাপড়ে কান্না করতে থাকে। ঘটনার খবর পেয়ে, নাগরপুর থানা পুলিশের একটি দল দ্রæত ঘটনা স্থলে পৌছে শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করে। নিহতের পিতার অর্থনৈতিক সামর্থ না থাকায় তিনি আইনি পদক্ষেপ গ্রহণে অনিহা প্রকাশ করেন।



শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT