ঢাকা (সন্ধ্যা ৬:৪৭) সোমবার, ১৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম
Meghna News ৮১ বছর পর কুমিল্লা থেকে নিজ দেশে নিয়ে যাওয়া হচ্ছে ২৪ সেনার দেহাবশেষ Meghna News সিলেট নগরীতে ভোর বেলায় হঠাৎ জয় বাংলা, জয় বঙ্গবন্ধুর ঝটিকা মিছিল Meghna News গৌরীপুর মহিলা কলেজে নবীনবরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত Meghna News সিলেটে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ে মানুষের মাঝে নাভিশ্বাস Meghna News সাইফুল প্রধানের হাতের ছোঁয়ায় বদলে যাচ্ছে ঢাকারগাঁও গ্রামের সমাজব্যবস্থা ও উন্নয়নচিত্র Meghna News বর্ণাঢ্য আয়োজনে ঢাকা প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Meghna News চাঁপাইনবাবগঞ্জে বিকাশ কর্মীর বাড়ি ফেরা হলোনা Meghna News হাফেজ-এ- কোরআনদের জন্য বাংলাদেশ বিশ্ব দরবারে অনন্য উচ্চতায়: আব্দুস সাত্তার Meghna News লোহাগড়ায় পুনুরুজ্জীবিত হতে যাচ্ছে ঐতিহাসিক ”জিয়া মঞ্চ” Meghna News চাঁপাইনবাবগঞ্জে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত

নাগরপুরে ইট খোলায় পরিবেশ অধিদপ্তরের অভিযান

মো:শাকিল হোসেন শওকত,নাগরপুর,টাঙ্গাইল মো:শাকিল হোসেন শওকত,নাগরপুর,টাঙ্গাইল Clock মঙ্গলবার রাত ১০:৩৫, ১ ফেব্রুয়ারী, ২০২২

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বিভিন্ন ইট খোলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর।

এসময় ইট খোলার মালিকদের জরিমানা ও চিমনি ধ্বংস করে এ আদালত।

১ ফেব্রুয়ারী মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত মোট ৬টি ইট ভাটায় চলে এ ভ্রাম্যমাণ আদালত।

এর মধ্যে ৩টি ইট ভাটা মালিককে মোট ১৩ লাখ টাকা জরিমানা করা হয়। ২টি ইট ভাটার কার্যক্রম বন্ধ থাকায়, ইট খোলায় কাঁচা ইট ধ্বংস করে তাদেরকে ইট ভাটা পরিচালনা করলে প্রচলিত আইন অনুযায়ী কার্যক্রম পরিচালনা করতে বলা হয়। এছাড়াও চলমান ১টি ইট ভাটা গুড়িয়ে দেয়া হয়েছে।

এর মধ্যে আল আমিন ব্রিকসকে নগদ ৫ লাখ টাকা, এস কে এস ব্রিকসকে ৩ লাখ টাকা, প্যাসেফিক ব্রিকসকে ৫ লাখ টাকা জরিমান করে এ ভ্রাম্যমান আদালত। এসময় মুক্তিযোদ্ধা ব্রিকসের চিমনি ধ্বংস করে দেয় এ ভ্রাম্যমাণ আদালত।

এ ভ্রাম্যমাণ আদালতটি ঢাকা বিভাগের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফয়জুন্নেছা আক্তার পরিচালনা করেন। এসময় আরো উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তর টাঙ্গাইলের এডি তাপস চন্দ্র পাল, বিপ্লব কুমার সূত্রধর, নাগরপুর উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মেহেদী হাসান, পরিবেশ অধিদপ্তরের নমুনা সংগ্রহকারী মো. মিনহাজ উদ্দিন সহ থানা পুলিশের একটি দল ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।

এ ভ্রাম্যমাণ আদালতের বিষয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফয়জুন্নেছা আক্তার বলেন, এটি আমাদের চলমান দায়িত্ব। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া, অবৈধ ইট ভাটা, ইট প্রস্তুতের জন্য মাটি ব্যবহারে ডিসি অফিসের অনুমতি ব্যতিত ইট ভাটা গুলোতে আমাদের আজকের এ অভিযান। আমরা ইট প্রস্তুত ও ইট ভাটা স্থাপন আইন ২০১৩ এর সংশোধিত ২০১৯ এর ১৪,১৫,১৬ ও ১৭ ধারায় তাদের জরিমানা করেছি। এবং ১টি ইট ভাটার চিমনি ধ্বংস করা হয়েছে। সময় স্বল্পতার জন্য আজকে সবগুলো ইট ভাটায় অভিযান পরিচালনা করা সম্ভব হলোনা। তবে আগামীতে বাকিগুলোতে অভিযান পরিচালনা করা হবে।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT