নাকাইহাটে অগ্নিকান্ডে ৪ কোটি টাকার ক্ষতি, বণিক সমিতি’র সভায় জানালেন ব্যবসায়ীরা
নিজস্ব প্রতিনিধি শুক্রবার রাত ০৮:৫৫, ২২ নভেম্বর, ২০১৯
তারেক আল মুরশিদ, গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাইহাটে অগ্নিকান্ডে ১২৬ টি দোকানের ৪ কোটি টাকার ক্ষতি
হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। গত ২১ নভেম্বও (বৃহস্পতিবার) রাত সাড়ে ৯ টার দিকে নাকাইহাট বণিক
সমিতির সভাপতি নুর আলমের সভাপতিত্বে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের এক সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী গাইবান্ধা জেলা পরিষদ ও নাকাইহাট বণিক সমিতির সদস্য আব্দুল হান্নান
আজাদ, দালেছ, ফঁণিভূষণ, হাফিজার ও কামরুল। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বলেন, আমাদের ব্যবসার পূঁজি আগুনে পুড়ে
শেষ হয়েছে, আমরা এখন পথে বসেছি, নতুন ভাবে ঘুড়ে দাঁড়াতে হবে, আর তাতে যদি কোন মহল ষড়যন্ত্র করে,
ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ ভাবে তা প্রতিহত করার ঘোষনা দেন। বণিক সমিতির সভাপতি নুর আলম অগ্নিকান্ডে
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের বলেন, আপনারা পূর্বে যারা যে অবস্থায় পজেশন নিয়ে ব্যবসা করেছেন, সেই স্ব-স্ব
অবস্থানে ফিরে যেয়ে ব্যবসা শুরু করুন। যতই ষড়যন্ত্র আসুক না কেন তা আপনাদের হাতে গড়া এই নাকাইহাট বণিক
সমিতি আপনাদের পাশে আছে এবং থাকবে ইনশাআল্লাহ।