নওগাঁয় বিশ্ব এইডস দিবস পালিত
নিজস্ব প্রতিনিধি রবিবার রাত ১০:৫৮, ১ ডিসেম্বর, ২০১৯
নওগাঁ প্রতিনিধি: “এইডস নির্মূলে প্রয়োজন, জনগনের অংশগ্রহন” এই প্রতিপাদ্য নিয়ে বর্নাঢ্য র্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে নওগাঁয় বিশ্ব এইডস দিবস পালিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: হারুন-অর রশীদ। রবিবার সকালে সিভিল সার্জনের আয়োজনে অফিস চত্বর থেকে একটি বর্নাঢ্য র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। পরে সিভিল সার্জন অফিস মিলানায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত সভায় সিভিল সার্জন ডা: মুমিনুল হকের সভাপতিত্বে নওগাঁ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা: আব্দুল বারী, সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা: রেজাউল করিম, ডেপুটি সিভিল সার্জন ডা: মুঞ্জুর ই মোর্শেদ , সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মাহবুবুর রহমান ও রানীর প্রধান নির্বাহী ফজলুল হক, প্রভাতীর সভানেত্রী পারভিন আকতারসহ প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় বক্তরা বিশ্ব এইডস দিবসের উপর বিস্তারিত আলোচনা করে। এসময় সিভিল সার্জন অফিসের বিভিন্ন কর্মকর্তা ও এনজিওর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।