ঢাকা (সকাল ৯:১৯) বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


নওগাঁয় তিনদিন ব্যাপী ১৬তম মানবাধিকার নাট্য উৎসবের উদ্বোধন

নওগাঁ জেলা ২৪৪২ বার পঠিত
নওগাঁয় তিনদিন ব্যাপী ১৬তম মানবাধিকার নাট্য উৎসবের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock বৃহস্পতিবার রাত ১০:০০, ২৪ অক্টোবর, ২০১৯

নওগাঁ প্রতিনিধিঃ “শুভ শক্তির সৃষ্টি হোক, অশুভ শক্তির বিনাশ হোক” এই স্লোগানে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন, সূচনাযাত্রা, আলোচনা সভা ও গুনীজন সম্মাননার মধ্যে দিয়ে নওগাঁয় তিনদিন ব্যাপী ১৬তম মানবাধিকার নাট্য উৎসবের শুভ উদ্বোধন করা হয়েছে। নাট্য উৎসবের শুভ উদ্বোধন করেন আইন ও সালিশ কেন্দ্রে (আসক) ঢাকার নির্বাহী পরিচালক শীপা হাফিজা।

এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম মোঃ শাওনেওয়াজ। বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদ (মানাপ) জেলা শাখার আয়োজনে এ উপলক্ষে বুধবার বিকেলে শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি সূচনাযাত্রা বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদ (মানাপ) জেলা শাখার সভাপতি উত্তম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আইন ও সালিশ কেন্দ্রে (ঢাকা) উপ-পরিচালক নীনা গোম্বামী, জেলা প্রেস ক্লাবের সভাপতি নবীর উদ্দিন, জেলা এ্যাডভোকেট বার এসোসিয়েশনের সভাপতি এ্যাডঃ সরদার সালাউদ্দিন মিন্টু, বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড স্কুলের অধ্যক্ষ শরিফুর রহমান সাকিব, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আসাদুজ্জামান সরকার, বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদ (মানাপ) কেন্দ্রীয় কমিটির এম,এ কাইয়ুম আহ্বায়ক, নওগাঁ সরকারী কলেজের সাবে অধ্যক্ষ মোস্তাফিজার রহমান, নওগাঁ আস্তানমোল্লা মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ মুর্ত্তজা রেজা প্রমুখ বক্তব্য রাখেন। এসময় বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী ও নাট্যব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে সেখানে নৃত্য ও নাটক অনুষ্ঠিত হয়।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT