ঢাকা (দুপুর ১২:৫৫) সোমবার, ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নওগাঁর মহাদেবপুরে একটি রাইস মিল থেকে বিপুল পরিমান ধান ও চাল জব্দ

নওগাঁ জেলা ২৪৯০ বার পঠিত

আবু ইউসুফ, নওগাঁ আবু ইউসুফ, নওগাঁ Clock শনিবার রাত ০৯:৪৫, ২৯ আগস্ট, ২০২০

নওগাঁর মহাদেবপুরে একটি রাইস মিল থেকে বিপুল পরিমাণ ধান ও চাল জব্দ করেছে র‌্যাব-৫। এবং ধান-চাল সংরক্ষণের অপরাধে ওই মিলের মালিককে আটক করে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
শনিবার (২৯ আগষ্ট) দুপুরে উপজেলার দোহালী এলাকায় জে.কে রাইস মিলে অভিযান পরিচালনা বিপুল পরিমাণ এসব ধান-চাল জব্দ ও ওই মিলের মালিক যুগোল কিশোর গুপ্ত (৬২) কে আটক করে জরিমানা করা হয়।
র‌্যাব-৫ শনিবার (২৯ আগষ্ট) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম. এম. মোহাইমেনুর রশিদ, পিপিএম-সেবা এবং ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান, উপজেলা নির্বাহী অফিসারসহ উপজেলার দোহালী এলাকার জে. কে রাইস মিলে অভিযান পরিচালনা করে।
এসময় ওই রাইস মিলে ১ হাজার হাজার ২৪৭ মেট্রিক টন চাল এবং ৮৬১.৫০ মেট্রিক টন ধান অত্যাবশ্যকীয় পণ্যের উৎপাদন, আহরণ, সরবরাহ ও সংরক্ষণের অপরাধে ওই মিলের মালিক যুগোল কিশোর গুপ্ত (৬২) কে আটক করে ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ২ লাখ টাকা অর্থদন্ড প্রদান করেন। এবং পরবর্তী আদেশ না হওয়া পর্যন্ত তাদের কার্যক্রম বন্ধ রাখার আদেশ দেওয়া হয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।



শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT