ঢাকা (সকাল ৭:৪৭) শনিবার, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


ধর্মপাশায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা নূর হোসেনের দাফন সম্পন্ন

মোবারক হোসাইন,ধর্মপাশা,সুনামগঞ্জ মোবারক হোসাইন,ধর্মপাশা,সুনামগঞ্জ Clock শনিবার রাত ০২:১২, ৯ জুলাই, ২০২২

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে, ১৯৭১ সালে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে, হাতে অস্ত্র নিয়ে তিনি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। মানুষের অপরিসীম ভালোবাসায় হয়েছিলেন জনপ্রতিনিধিও। মুক্তিযুদ্ধে জয়লাভ করলেও জীবন যুদ্ধে হেরে যান তিনি।

মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে শয্যাশায়ী থাকার পর, (৮ জুলাই) শুক্রবার দুপুর ১২টার দিকে তিনি প্রিয়জনদের কাঁদিয়ে চলে গেছেন না ফেরার দেশে।

বরেন্য ওই ব্যক্তির নাম বীর মুক্তিযোদ্ধা মো. নূর হোসেন (৭৫)। তাঁর বাড়ি উপজেলার সেলবরষ ইউনিয়নের উত্তরবীর গ্রামে। তিনি ২০১৬ সালে উপজেলার সেলবরষ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নিয়ে জয়লাভ করেন। কিন্তু ইউপি চেয়ারম্যান পদে দায়িত্ব পালনের পাঁচ বছর পূর্ণ হওয়ার বছর খানেক আগেই তিনি মরণব্যাধি ক্যানসার রোগে আক্রান্ত হন। ভারত ও দেশের বিভিন্ন স্থানে উন্নত চিকিৎসা করলেও আরোগ্য লাভ করা সম্ভব হয়নি।

শুক্রবার বেলা ১২টার দিকে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজিউন)।

শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে; রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে, তাকে সেলবরষ কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।

মৃৃত্যুকালে তিনি তিনজন স্ত্রী, ছয় ছেলে ও চার মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT