ঢাকা (সকাল ৭:১৬) শনিবার, ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

ধর্মপাশায় আ.লীগ নেতা আলমগীর কবীরের মৃত্যুতে তাঁর আত্মার মাগিফরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোবারক হোসাইন,ধর্মপাশা(সুনামগঞ্জ) মোবারক হোসাইন,ধর্মপাশা(সুনামগঞ্জ) Clock শুক্রবার সন্ধ্যা ০৭:৫২, ১১ সেপ্টেম্বর, ২০২০

সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য ও ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আলমগীর কবীরের (৫৫) মৃত্যুতে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বিভিন্ন গ্রামের ৩৫টি জামে মসজিদ ও উপজেলা সদরের ধর্মপাশা আশরাফুল উলুম হাফিজিয়া মাদ্রাসায় আজ শুক্রবার বাদ জুমআ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

প্রয়াত ওই নেতার পরিবারবর্গের  সদস্যরা এবং  উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের পক্ষ থেকে এই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় বলে জানিয়েছেন প্রয়াত আওয়ামী লীগ নেতা আলমগীর কবীরের ছোট ভাই উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং ধর্মপাশা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের পাশা হিমু।

উল্লেখ্য গত ২১আগস্ট আলমগীর কবীর করোনায় আক্রান্ত হন এবং ৬ সেপ্টেম্বর রোববার রাত ১১টা বেজে ৪০মিনিটের সময় ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরদিন ৭ সেপ্টেম্বর ধর্মপাশা গ্রাম মসজিদে জানাজা শেষে তাঁর লাশ মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়।

পারিবারিক ভাবে আওয়ামী লীগের রাজনীতির আদর্শকে হৃদয়ে লালন করে বেড়ে উঠা ত্যাগী ও পরিক্ষিত এই জনপ্রিয় নেতা দাম্পত্য জীবনে স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT