ঢাকা (ভোর ৫:০৯) সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

দুর্বৃ‌ত্তের কোপে কলেজ শিক্ষকের হাত বিচ্ছিন্ন

সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম Clock মঙ্গলবার সন্ধ্যা ০৭:৩৩, ১৬ মার্চ, ২০২১

দুর্বৃত্তের হামলা ও ধারালো অস্ত্রের কো‌পে কুড়িগ্রাম জেলা ছাত্রলী‌গের সা‌বেক সহ-সভাপ‌তি ও মজিদা আদর্শ ডিগ্রী মহাবিদ্যালয়ে ইতিহাস বিভাগের প্রভাষক আতাউর রহমান মিন্টুর এক হাত শরীর থে‌কে বিচ্ছিন্ন হওয়ার খবর পাওয়া গে‌ছে। অপর হাত ও দুই পা গুরুতর জখম হ‌য়ে‌ছে।ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার (১৬ মার্চ) দুপুর তিনটার দি‌কে রাজারহাট উপ‌জেলার ছিনাই ইউনিয়নের পালপাড়া এলাকায়।আহত মিন্টু ফুলবাড়ীর বড়‌ভিটা ইউনিয়নের সা‌বেক চেয়ারম‌্যান আলতাফ হো‌সে‌নের ছে‌লে। তিনি জেলা আওয়ামী লী‌গের সভাপ‌তি ও জেলা প‌রিষদ চেয়ারম‌্যান জাফর আলীর আপন ভা‌গিনা ব‌লে জানা গে‌ছে।

নাম প্রকা‌শে অ‌নিচ্ছুক ক‌য়েকজন প্রত‌্যক্ষদর্শী জানান, তিন‌টি মোটরসাইকেলে করে ছয় জন দুর্বৃত্ত মিন্টু‌কে অনুসরণ ক‌রে ছিনাই এলাকায় তার পথরোধ ক‌রে। পরে দেশীয় অস্ত্রসহ তার ওপর হামলা চালানো হয়। দুর্বৃত্তরা উপর্যুপরি কোপা‌তে থা‌কে। মিন্টু এক হাত শরীর থে‌কে বি‌চ্ছিন্ন হ‌য়ে যায়। অপর হাত ও পা শরীর থে‌কে বি‌চ্ছিন্ন হওয়ার উপক্রম হ‌য়ে‌ছে। প‌রে দুর্বৃত্তরা মোটরসাই‌কে‌লে ক‌রে দ্রুত ঘটনাস্থল ত‌্যাগ ক‌রে।

গুরুতর আহত মিন্টু‌কে নি‌য়ে রংপুর মে‌ডিক্যা‌লে যাওয়া রাজু জানান, মিন্টুর ডান হাত শরীর থে‌কে বি‌চ্ছিন্ন হ‌য়ে‌ছে। তার বাম হাত ও দুই পা শরীর থে‌কে বি‌চ্ছিন্ন প্রায়। চি‌কিৎসা শুরু হ‌য়ে‌ছে, ত‌বে চি‌কিৎসকরা এখনও কোনও মন্তব‌্য ক‌রেন‌নি।

এদিকে ছাত্রলী‌গের সা‌বেক এই নেতার ওপর হামলার ঘটনার প্রতিবা‌দে কাঁঠালবাড়ী ও কু‌ড়িগ্রাম জেলা শহ‌রের শাপলা চত্ব‌রে সড়ক অব‌রোধ ক‌রে‌ছে ছাত্রলী‌গের বিক্ষুদ্ধ নেতাকর্মী ও এলাকাবাসী। এ ঘটনায় সড়ক জু‌ড়ে দীর্ঘ যানজটের সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু সরকার এ তথ্য নিশ্চিত করে প্রত‌্যক্ষদর্শী‌দের বরাত দি‌য়ে ব‌লেন,‘দুর্বৃত্তরা সবাই জেলা সদ‌রের কাঁঠালবাড়ীর বা‌সিন্দা ব‌লে জান‌তে পে‌রে‌ছি। তা‌দের হামলায় ভুক্ত‌ভোগীর এক হাত বি‌চ্ছিন্ন হওয়ার খবর পাওয়া গে‌ছে। ত‌বে আমা‌দের সদস‌্যরা সেখা‌নে ভি‌কটিমের শরী‌রের কোনও অঙ্গ পায়‌নি। ঘটনায় আহত ব‌্যক্তি‌কে রংপুর মে‌ডি‌ক্যা‌লে নেওয়া হয়ে‌ছে ব‌লে জেনেছি।’ঘটনাস্থল থে‌কে এক‌টি দেশীয় অস্ত্র ও এক‌টি মোটরসাইকেল উদ্ধার ক‌রা হয়ে‌ছে বলে জানান তিনি।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT