ঢাকা (সকাল ৮:৪৭) শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

দুই বছর পর জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

ঢাকা বিভাগ ২২৩৩ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock মঙ্গলবার সকাল ০৯:৫৬, ৩ মে, ২০২২

করোনার প্রকোপ কমে আসায় দুই বছর পর রাজধানীর জাতীয় ঈদগাহ মাঠে দেশের প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৩ মে) সকাল সাড়ে ৮টায় ঈদুল ফিতরের নামাজ। এতে ইমামের দায়িত্ব পালন করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি রুহুল আমিন।

মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের দুই রাকাত নামাজের পর বিশেষ খুতবা পড়া হয়। খুতবা শেষে মোনাজাতের মাধ্যমে শেষ হয় ঈদের প্রধান জামাত। জামাত শেষে পরস্পরের সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময়ের মাধ্যমে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন মুসল্লিরা।

দুই বছর পর প্রধান জামাতে অংশ নিয়েছেন সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, বিদেশি কূটনীতিক, বিভিন্ন বাহিনীর প্রধান, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিসহ সাধারণ মুসল্লিরা। তবে করোনা মহামারির কারণে ঐতিহ্য অনুযায়ী এই জামাতে অংশ নিতে পারেননি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনি বঙ্গভবনে পরিবারের সদস্য ও কিছু কর্মকর্তাদের সঙ্গে ঈদের নামাজ আদায় করছেন।

দুই বছর জাতীয় ঈদগাহে জামাত অনুষ্ঠিত হচ্ছে শুনে সকাল থেকেই বিভিন্ন এলাকার মুসল্লিরা জায়নামাজ হাতে এখানে আসতে থাকেন। ভেতরে জায়গা না হওয়ায় অনেকেই মূল ফটকের বাইরে সড়কেই অবস্থান নিয়ে নামাজ আদায় করেছেন। শৃঙ্খলা বজায় রাখতে আশপাশের সড়কে ডাইভারশন দেয় পুলিশ। ফলে মুসল্লিদের কিছুটা পথ হেঁটে মাঠে প্রবেশ করতে হয়েছে।

ঈদগাহের প্রবেশ মুখে র‌্যাব-পুলিশসহ আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি ছিল চোখে পড়ার মতো। সকাল থেকেই ঈদগাহ এলাকা ‍জুড়ে এবং প্রতিটি গেটে পুলিশ সদস্য মোতায়েন ছিল। সন্দেহজনক কিছু মনে হলেই চালাচ্ছেন তল্লাশি। এছাড়াও প্রত্যেককে ভেতরে প্রবেশ করতে হয়েছে আর্চওয়ে গেটের ভেতর দিয়ে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT